মোঃ মোস্তাফিজুর রহমান মুজিব হলো মুক্ত পথিক :
দৃঢ পদে চলা,
মুজিব হলো বজ্রকন্ঠ
হুংকার দিয়ে বলা।
মুজিব হলো অগাধ বিশ্বাস
জীবন বাজি রাখা,
মুজিব হলো শহীদের রক্ত
পতাকা জুড়ে মাখা।
মুজিব হলো স্বাধীন সূর্য
যুদ্ধ জয়ের নেশা,
মুজিব হলো স্বদেশ প্রেম
লাল-সবুজে মেশা।
মুজিব হলো মুক্তির গান
দেশের জন্যে গাওয়া,
মুজিব হলো মুক্তিযুদ্ধ
স্বাধীন ভূমি পাওয়া।
মুজিব হলো বাংলাদেশ
চেতনার প্রতিচ্ছবি,
মুজিব হলো যুদ্ধের ডাক
রাজনৈতিক কবি।