ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতা হাবু হত্যা : ডিবি

  • আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দ্বন্দ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুকে হত্যা করা হয়। হত্যা মামলার প্রধান আসামি মুশফিকুর রহমান ফাহিম যাত্রাবাড়ী থানা যুবদলের সহ-সভাপতি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে হাবু হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার আসামি ফাহিম যাত্রাবাড়ী এলাকায় ফুটপথসহ বিভিন্ন দোকান পাটে চাঁদাবাজি করত। এই চাঁদা তুলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পরে ওই দিন হাবুর ওপরে ক্ষিপ্ত হয়ে হামলা করে ফাহিম।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে গ্রেপ্তার ফাহিমসহ অন্যান্য আসামিরা ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে হামলা চালায়। এ সময় হাবুর পেটের ডান পাশে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।
ডিবি প্রধান বলেন, আসামি ফাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছিল। গ্রেপ্তার ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী, ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন অতিরিক্ত উপকমিশনার তরিকুর রহমান ও ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি শক্তি নির্বাচন বিলম্বিতের চেষ্টা করছে, তবে পেছানোর সুযোগ নেই

রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ নেতা হাবু হত্যা : ডিবি

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দ্বন্দ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুকে হত্যা করা হয়। হত্যা মামলার প্রধান আসামি মুশফিকুর রহমান ফাহিম যাত্রাবাড়ী থানা যুবদলের সহ-সভাপতি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে হাবু হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার আসামি ফাহিম যাত্রাবাড়ী এলাকায় ফুটপথসহ বিভিন্ন দোকান পাটে চাঁদাবাজি করত। এই চাঁদা তুলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পরে ওই দিন হাবুর ওপরে ক্ষিপ্ত হয়ে হামলা করে ফাহিম।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে গ্রেপ্তার ফাহিমসহ অন্যান্য আসামিরা ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে হামলা চালায়। এ সময় হাবুর পেটের ডান পাশে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।
ডিবি প্রধান বলেন, আসামি ফাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছিল। গ্রেপ্তার ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী, ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন অতিরিক্ত উপকমিশনার তরিকুর রহমান ও ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।