ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

রাজনীতি করলে শিল্পীদের সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত: জেমস

  • আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শিল্পকর্মের সঙ্গে যুক্ত থেকে শিল্পীদের রাজনীতিতে যোগ দেয়া উচিত না বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক স্বাক্ষাৎকারে জেমসকে প্রশ্ন করা হয় কখনও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা। সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে। এরপরেই প্রশ্ন করা হয় রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী? এমন প্রশ্নের জবাবে স্বল্পভাষী জেমসের কথায়, আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না।

আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত। সাক্ষাৎকারে জেমস জানান, কখনই চান না তার জীবনী নিয়ে বায়োপিক বা কোনো সিনেমা নির্মিত হোক। নতুন গানের খবর জানতে চাইলে তিনি বলেন, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবে যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে। কিছুদিন অপেক্ষা করো। সবশেষ বর্তমান সময়ের ব্যস্ততার কথা জানিয়ে জেমস বলেন, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজনীতি করলে শিল্পীদের সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত: জেমস

আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: শিল্পকর্মের সঙ্গে যুক্ত থেকে শিল্পীদের রাজনীতিতে যোগ দেয়া উচিত না বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক স্বাক্ষাৎকারে জেমসকে প্রশ্ন করা হয় কখনও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কিনা। সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে। এরপরেই প্রশ্ন করা হয় রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী? এমন প্রশ্নের জবাবে স্বল্পভাষী জেমসের কথায়, আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতি সচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না।

আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত। সাক্ষাৎকারে জেমস জানান, কখনই চান না তার জীবনী নিয়ে বায়োপিক বা কোনো সিনেমা নির্মিত হোক। নতুন গানের খবর জানতে চাইলে তিনি বলেন, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবে যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে। কিছুদিন অপেক্ষা করো। সবশেষ বর্তমান সময়ের ব্যস্ততার কথা জানিয়ে জেমস বলেন, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন।