ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

রাজনীতিতে আ.লীগকে আর কেউ দেখতে চায় না: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট সময় : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ইফতার মাহফিল অনুষ্ঠানে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাই না। সব দলগুলোকে এ বিষয়ে ঐকমত্য হয়ে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে।

এ সময় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির এই নেতা। এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ‘আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি। এই রমজানের ইফতারের মধ্য দিয়ে সবাই বিভেদ দূর করে ঐক্য গড়ে তুলতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সারজিস আলম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজনীতিতে আ.লীগকে আর কেউ দেখতে চায় না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে আওয়ামী লীগকে আর কেউ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতে চাই না। সব দলগুলোকে এ বিষয়ে ঐকমত্য হয়ে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে।

এ সময় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির এই নেতা। এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ‘আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি। এই রমজানের ইফতারের মধ্য দিয়ে সবাই বিভেদ দূর করে ঐক্য গড়ে তুলতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সারজিস আলম।