নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আসামি জাকির (৪৫) পলাতক রয়েছে। চিকিৎসার জন্য শিশুটির গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিশুর বাবা বলেন, তারা কদমতলীতে একটি বাসায় ভাড়া থাকেন। পাশাপাশি বাসায় ভাড়া থাকেন জাকির নামে ডেকোরেশন দোকানের কর্মচারী। গত বুধবার বিকেল পাঁচটার দিকে শিশুটি তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায় ঝাল মুড়ি খেতে। এর কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা অন্য শিশুরা বাসায় এসে জানায়, শিশুটিকে ডেকোরেশন দোকানের ভেতর নিয়ে শাটার বন্ধ করে দিয়েছে জাকির। এই কথা শুনে শিশুটির পরিবার ডেকোরেশনে দোকানের দিকে যাওয়ার পথে দেখেন শিশুটি অন্য বাচ্চাদের সঙ্গে বাসার দিকে ফিরছে। তবে সে অসুস্থ বোধ করছিল। এ বিষয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি জাকির পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।