ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় খিলগাঁও তালতলায় নার্গিস (২৫), পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় সিরাজুল ইসলাম (৪৫) ও হাজারীবাগ বেড়িবাঁধে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
বুধবার (২৫ মে) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাতটার দিকে তিনজন পথশিশু নার্গিস নামে নারীকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিল ওই নারী। স্থানীয় পুলিশ তাদেরকে দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সেও ভবঘুরে ছিল বলে জানা গেছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
তিনি আরও জানান, পুরান ঢাকার কোতোয়ালি ভিক্টোরিয়া পার্ক ন্যাশনাল হাসপাতালের পাশে একটি বাসের ধাক্কায় সিরাজ (৪৫) নামে এক ব্যক্তি প্রথমে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত সিরাজ অন্য একটি বাসের কন্ডাকটর হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর একটি বাস তাকে ধাক্কা দেয়। তার বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা।
এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রনজিৎ জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেরিবাঁধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তার।
তিনি জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সলঙ্গার রামারচর গোজা ব্রিজের পুর্বপাড়ে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও আহত হয়েছেন আরো ৫জন।
গতরাত দুইটার দিকে পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ধানকাটা শ্রমিক।
দুর্ঘটনায় নিহতরা হলো- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৩৪) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গাজীপুর কালিয়াকৈর থেকে ধানকাটা শ্রমিকরা নাটোরে নিজ বাড়ি ফিরছিলেন। রাত দুইটার দিকে যাত্রীবাহী লেগুনাটি সলঙ্গা থানার রামারচর গোজা ব্রিজের পুর্বপাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি যানবাহনের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আহত অবস্থায় ৭জনকে হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে থানায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় খিলগাঁও তালতলায় নার্গিস (২৫), পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় সিরাজুল ইসলাম (৪৫) ও হাজারীবাগ বেড়িবাঁধে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
বুধবার (২৫ মে) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাতটার দিকে তিনজন পথশিশু নার্গিস নামে নারীকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিল ওই নারী। স্থানীয় পুলিশ তাদেরকে দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সেও ভবঘুরে ছিল বলে জানা গেছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
তিনি আরও জানান, পুরান ঢাকার কোতোয়ালি ভিক্টোরিয়া পার্ক ন্যাশনাল হাসপাতালের পাশে একটি বাসের ধাক্কায় সিরাজ (৪৫) নামে এক ব্যক্তি প্রথমে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত সিরাজ অন্য একটি বাসের কন্ডাকটর হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর একটি বাস তাকে ধাক্কা দেয়। তার বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা।
এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রনজিৎ জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেরিবাঁধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তার।
তিনি জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সলঙ্গার রামারচর গোজা ব্রিজের পুর্বপাড়ে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও আহত হয়েছেন আরো ৫জন।
গতরাত দুইটার দিকে পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ধানকাটা শ্রমিক।
দুর্ঘটনায় নিহতরা হলো- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৩৪) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গাজীপুর কালিয়াকৈর থেকে ধানকাটা শ্রমিকরা নাটোরে নিজ বাড়ি ফিরছিলেন। রাত দুইটার দিকে যাত্রীবাহী লেগুনাটি সলঙ্গা থানার রামারচর গোজা ব্রিজের পুর্বপাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি যানবাহনের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আহত অবস্থায় ৭জনকে হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে থানায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।