নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় খিলগাঁও তালতলায় নার্গিস (২৫), পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় সিরাজুল ইসলাম (৪৫) ও হাজারীবাগ বেড়িবাঁধে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
বুধবার (২৫ মে) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাতটার দিকে তিনজন পথশিশু নার্গিস নামে নারীকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিল ওই নারী। স্থানীয় পুলিশ তাদেরকে দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সেও ভবঘুরে ছিল বলে জানা গেছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
তিনি আরও জানান, পুরান ঢাকার কোতোয়ালি ভিক্টোরিয়া পার্ক ন্যাশনাল হাসপাতালের পাশে একটি বাসের ধাক্কায় সিরাজ (৪৫) নামে এক ব্যক্তি প্রথমে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত সিরাজ অন্য একটি বাসের কন্ডাকটর হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর একটি বাস তাকে ধাক্কা দেয়। তার বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা।
এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রনজিৎ জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেরিবাঁধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তার।
তিনি জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সলঙ্গার রামারচর গোজা ব্রিজের পুর্বপাড়ে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ও আহত হয়েছেন আরো ৫জন।
গতরাত দুইটার দিকে পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ধানকাটা শ্রমিক।
দুর্ঘটনায় নিহতরা হলো- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫) আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৩৪) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গাজীপুর কালিয়াকৈর থেকে ধানকাটা শ্রমিকরা নাটোরে নিজ বাড়ি ফিরছিলেন। রাত দুইটার দিকে যাত্রীবাহী লেগুনাটি সলঙ্গা থানার রামারচর গোজা ব্রিজের পুর্বপাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি যানবাহনের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আহত অবস্থায় ৭জনকে হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে থানায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, যানবাহন দুটি জব্দ করে থানায় হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
উপজেলার ঘিলাছড়ি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান।
মৃত কৃঞ্চা জিনা চাকমা পপির বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলা শাখায় কর্মরত ছিলেন।
আহত অলবিন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার ছেলে। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পপি অফিস শেষে তার সহকর্মী অলবিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, সিলেটমুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপংকর কুমার নাথ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালাবিবির দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
নিহত দীপংকর পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত সুমন কান্তি নাথের ছেলে।
জানা গেছে, আনোয়ারার চাতরী গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল দীপংকর। সকালে মাসতুতো ভাই ও মামার সঙ্গে আনোয়ারা সদরে যাওয়ার সময় কালাবিবির দিঘির মোড়ে নামেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মংছাই মারমা বাংলানিউজকে বলেন, সকালে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। পরে তাকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ২
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এছাড়া ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, জীবননগর সড়কের ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ২ পর্যটকের মৃত্যু হয়।
এ সময় আরও ৮ জন পর্যটক আহত হন। নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত ৫ জনকে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করছে বিজিবি ও স্থানীয়রা।
আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে।
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ জন মারা যান। ৮ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়িটি বান্দরবান থেকে থানচি যাচ্ছিলো।
প্রসঙ্গত, গত রাতে একই উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে চাঁদের গাড়ি উল্টে ৫ নির্মাণ শ্রমিক আহত হয়।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ