নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনায় সাড়ে ২২ লাখ টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার নারীর নাম সালমা বেগম।
গতকাল বুধবার দুপুরে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, রমনা থানার বড় মগবাজার এলাকার ভর্তা-ভাত রেস্তোরাঁর সামনে কয়েকজন জাল নোট লেনদেন করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সালমা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। সালমার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজধানীতে সাড়ে ২২ লাখ টাকার জাল নোটসহ নারী গ্রেফতার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ