ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

  • আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শনিবার ভোর ছয়টা থেকে গতকাল রোববার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৪৫ জনের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার: রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারীরা হলেন- মো. রুবেল হোসেন ও মো. গোলাপ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল রোববার দুপুরে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার দিনগত রাতে বাড্ডা থানার হাকিম টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়। মাদক কারবারীরা সাদা রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকায় আসছেÑএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল ও গোলাপকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, রুবেল ও গোলাপ ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করার জন্য নিয়ে আসছিলেন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

আপডেট সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত শনিবার ভোর ছয়টা থেকে গতকাল রোববার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৪৫ জনের কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা, ১৭৩ গ্রাম ২৭৯ পুরিয়া হেরোইন, ২৩ কেজি ৯৪৪ গ্রাম গাঁজা ও ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার: রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার মাদক কারবারীরা হলেন- মো. রুবেল হোসেন ও মো. গোলাপ। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল রোববার দুপুরে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) দেবাশীষ কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার দিনগত রাতে বাড্ডা থানার হাকিম টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়। মাদক কারবারীরা সাদা রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকায় আসছেÑএমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল ও গোলাপকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, রুবেল ও গোলাপ ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করার জন্য নিয়ে আসছিলেন। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।