ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

  • আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারদের কাছ থেকে এক হাজার ৫২১টি ইয়াবা, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, দেশি মদ ১০ লিটার ও ৮৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণি এলাকা থেকে আইস ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত কর পুলিশ। গত বুধবার উত্তরার ৭নং সেক্টরের রবীন্দ্র সরণির নিউ রাধুনী রেঁস্তোরার সামনে থেকে আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ, মো. সোলেমান হক ভূইয়া, সাজ্জাদ আমিন মুন্না ও মো. আতিকুল ইসলাম মিন্টু। উত্তরা পশ্চিম থানার ওসি শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলামের নামে উত্তরা পশ্চিম থানায়, মো. সোলেমান হক ভূইয়ার নামে পল্লবী থানায় ও মো. আতিকুল ইসলাম মিন্টুর নামে কদমতলী থানায় একটি করে মাদকের মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

আপডেট সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারদের কাছ থেকে এক হাজার ৫২১টি ইয়াবা, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, দেশি মদ ১০ লিটার ও ৮৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণি এলাকা থেকে আইস ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত কর পুলিশ। গত বুধবার উত্তরার ৭নং সেক্টরের রবীন্দ্র সরণির নিউ রাধুনী রেঁস্তোরার সামনে থেকে আইস ও ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ, মো. সোলেমান হক ভূইয়া, সাজ্জাদ আমিন মুন্না ও মো. আতিকুল ইসলাম মিন্টু। উত্তরা পশ্চিম থানার ওসি শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলামের নামে উত্তরা পশ্চিম থানায়, মো. সোলেমান হক ভূইয়ার নামে পল্লবী থানায় ও মো. আতিকুল ইসলাম মিন্টুর নামে কদমতলী থানায় একটি করে মাদকের মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন।