নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৮৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার সকাল সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ২ হাজার ৮৬৭ পিস ইয়াবা, ১২১ কেজি ৭৪৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ১২৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয়।
অন্যদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। তারা হলেন মো. সুজন, মো. রাজু ও মো. রিপন হোসেন। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানা পুলিশ। কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, কতিপয় ব্যক্তি কামরাঙ্গীরচর থানার ব্যাটারীঘাট এলাকার আল মক্কা মসজিদের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে সুজন ও রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, অপর এক অভিযানে কামরাঙ্গীরচর কোম্পানীঘাট এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ