নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পুলিশ সেজে ভুয়া পরোয়ানা দেখিয়ে এক রেস্তোরাঁ মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার শ্যামলী ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তার শাকিল হোসেন (৩০) পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। “ইন্টারনেট থেকে ওয়ারেন্ট পেপার ডাউনলোড করে সেখানে টার্গেট ব্যাক্তির নাম লিখেন। এরপর তার কাছে গিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন শাকিল।” একইভাবে শ্যামলী ওভারব্রিজ সংলগ্ন ‘কাঁচা লংকা’ নামের একটি রেস্তোরাঁ মালিকের কাছে গিয়ে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন বলে জানান এডিসি রুবাইয়াত। তার ভাষ্য, “বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট মালিকের সন্দেহ হলে পুলিশকে জানান। পরে পুলিশ পৌঁছে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার যুবকের কাছ থেকে পুরনো ওয়াকিটকি, পিস্তলসদৃশ গ্যাস লাইট, পুলিশের লোগো ও গ্রেপ্তারের ছবি সম্বলিত আইডি কার্ড, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি, এটিএম কার্ড ও পুলিশ লেখা স্টিকার লাগানো মোটরসাইকেল জব্দের কথা জানিয়েছে পুলিশ।
রাজধানীতে ভুয়া পরোয়ানা দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
জনপ্রিয় সংবাদ