নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড়, হামলা-মামলা, নির্যাতন, গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি।
গতকাল শনিবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে কয়েক হাজার কর্মী জড়ো হন। নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে খ- খ- মিছিল সহকারে সমাবেশে এসেছেন। তাদের মুখে বিভিন্ন রকমের দলীয় স্লোগানের পাশাপাশি সরকারবিরোধী স্লোগান ছিল। বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যোগদানের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রাজধানীতে বিএনপির সমাবেশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ