নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানী মহাখালী ও গাবতলীতে বাস টার্মিনালের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮টি মামলায় সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার পৃথক এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ও অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী। এর মধ্যে মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা। অভিযানে ৫টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আর গাবতলীতে বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী। অভিযানে ৩টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর আগে ২১জুন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় মহাখালী এবং গাবতলীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন। সেদিন তিনি বলেছিলেন, মহাখালী এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। এরই ধারাবাহিকতাই অভিযান শুরু হয়েছে। যানজট নিরসনে এই অভিযান চলমান থাকবে বলে জানায় ঢাকা উত্তর সিটি।
রাজধানীতে বাস টার্মিনালের সামনে অবৈধ পার্কিংয়ের জরিমানা সাড়ে ১৩ হাজার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ