নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে চালু হলো ঢাকা নগর পরিবহন। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপোতে এক অনুষ্ঠানে এ বাসসেবার উদ্বোধন করা হয়। এ বাস রুট রেশনালাইজেশনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ঢাকা নগর পরিবহন যাত্রা শুরু হলো আজ। উদ্বোধন উপলক্ষে বাসগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে। বাসসেবা উদ্বোধনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম একটি বাসে (ট্রান্সসিলভা) চড়ে যাত্রা শুরু করেন। তাঁরা রাজধানীর শংকর বাসস্ট্যান্ডে গিয়ে নেমে যান। এ পথের ভাড়া ১১ টাকা। টিকিট কেটেই বাসে ওঠেন দুই মেয়রসহ কর্মকর্তারা।
২১ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে রেশনালাইজেশনের কার্যক্রম শুরু হলো। ঘাটারচর-কাঁচপুর রুটে বিআরটিসি এবং ট্রান্সসিলভার বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
রাজধানীতে বাসে রুট রেশনালাইজেশন শুরু, টিকিট কেটে বাসে চড়লেন মেয়রেরা
ট্যাগস :
রাজধানীতে বাসে রুট রেশনালাইজেশন শুরু
জনপ্রিয় সংবাদ
























