নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে অতিরিক্ত বাস ভাড়া আদায়, অবৈধ ওয়েবিলের মাধ্যমে যাত্রীদের পকেট কাটা বন্ধে এবং নতুন ভাড়া যথাযথভাবে কার্যকর করতে রাজধানীর সড়কে ম্যাজিস্ট্রেটরা। গতকাল রবিবার সকাল থেকে সাতজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন শনিবার গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভবনে সংবাদ সম্মেলনে সড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ ঘোষণা যখন দেন, তখন ন্যায্য ভাড়া কার্যকরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।’
অতিরিক্ত ভাড়া রোধে সাতজন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন বলে দাবি করেন তিনি। তারা সপ্তাহের ছয়দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করেন। ওয়েবিলের বিষয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন
রাজধানীতে বাসে ভাড়া নৈরাজ্য বন্ধে রাস্তায় ৭ ম্যাজিস্ট্রেট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ