ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীতে পেট্রল বোমা ও ককটেলসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির হরতাল-অবরোধের সময় ঢাকার বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের পেট্রোল বোমা ও ককটেল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মো. নয়ন (২২) ও মো. আলামিন (২৩)। রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া মন্দির এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।
গতকাল বুধবার র‌্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুঁড়া উদ্ধার করা হয়। ছাত্রদলের এই দুই কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র‌্যাব বলছে, ‘বিএনপি ও যুবদলের নেতাদের নির্দেশে’ নয়ন ও আলামিন এ কাজ করে আসছিলেন। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয় “গত ২৮ অক্টোবর থেকে নির্বাচন বানচল করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, অটোরিকশা, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান ভাঙচুর করেছে ও পুড়িয়ে দিয়েছে। “এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আহত করে। তাদের হামলায় গত ২৮ অক্টোবর পুলিশের এক কনস্টেবল মারা যান। “ ওই সময় থেকে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এসব নাশকতাকারীদের গ্রেপ্তার করছে বলে জানিয়েছে র‌্যাব।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজধানীতে পেট্রল বোমা ও ককটেলসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বিএনপির হরতাল-অবরোধের সময় ঢাকার বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের পেট্রোল বোমা ও ককটেল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মো. নয়ন (২২) ও মো. আলামিন (২৩)। রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া মন্দির এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।
গতকাল বুধবার র‌্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুঁড়া উদ্ধার করা হয়। ছাত্রদলের এই দুই কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র‌্যাব বলছে, ‘বিএনপি ও যুবদলের নেতাদের নির্দেশে’ নয়ন ও আলামিন এ কাজ করে আসছিলেন। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয় “গত ২৮ অক্টোবর থেকে নির্বাচন বানচল করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, অটোরিকশা, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান ভাঙচুর করেছে ও পুড়িয়ে দিয়েছে। “এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আহত করে। তাদের হামলায় গত ২৮ অক্টোবর পুলিশের এক কনস্টেবল মারা যান। “ ওই সময় থেকে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এসব নাশকতাকারীদের গ্রেপ্তার করছে বলে জানিয়েছে র‌্যাব।