ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

গ্রেফতাররা হলেন- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাররা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন। তারা সূত্রাপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সূত্রাপুর থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এসময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাররা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন। তারা সূত্রাপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।