নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর বটতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকঘাতে মো. আরাফাত কাউসার (২১) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতের বাবা মো. মানিক মিয়া জানান, মোহাম্মদপুর বটতলা আমার বাসার সামনে কয়েকজন দুর্বৃত্তকারী তাকে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় বাসার সামনে পড়ে থাকলে আমরা প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, আমার ছেলের কাছ থেকে জানতে পারি তার কাছ থেকে জোর করে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় মোবাইল না দিলে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বটতলা এলাকা থেকে দুর্বৃত্তকারীর ছুরিকঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে এক শিক্ষার্থী আসছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।