ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তি

  • আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিদিনই রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। গতকাল রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বঞ্চিতরা। এতে প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ থাকায় রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস ভবন, শাহবাগ কাঁটাবন সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায় যানবাহনের চলাচলের গতি কমে যাওয়ায় এসব সড়কে যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ সড়কে গাড়ি আটকে থাকার কারণে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে। এদিকে আনসারদের কর্মসূচির কারণে পুরানা পল্টন, বিজয়নগর, গুলিস্তান, সেগুনবাগিচাসহ আশপাশের সড়ক ও গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গাড়ির চাপ রয়েছে বাংলামোটর, কাওরান বাজার ও ফার্মগেটসহ আশেপাশের বিভিন্ন সড়কে। ধানমন্ডি থেকে পল্টন যাওয়ার পথে প্রেক্লাবের সামনে রাকিবুল হাসনা নামে এক যাত্রী বলেন, ‘শাহবাগ পার হয়ে হাইকোর্টের সামনে এসে গাড়ি আটকে যায়। পরে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি। বাকি পথ হেঁটে আসি। গাড়ি একটু চলে একটু থামে।’
সেখানে আরেক যাত্রী তানভীর আহমেদ বলেন, ‘দাবির আর শেষ নেই। কিছু হলেই লোকজন রাস্তায় নেমে যায়। গাড়ি আটকে দেয়। যত ভোগান্তি সাধারণ মানুষের।’ জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) নব কুমার বিশ্বাস বলেন, ‘বেলা ১১টার পর থেকেই প্রেসক্লাবের সমানে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। আনসার সদস্যরা সড়ক অবরোধ করে রেখেছে। এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সে চাপ পড়েছে আশেপাশের বিভিন্ন রাস্তায়। আমরা বিকল্প রাস্তায় চলাচল করতে বললেও চালকরা এলোমেলোভানে চালাচ্ছে। সড়কে যথেষ্ট গাড়ির চাপ রয়েছে।’

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তি

আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

মহানগর প্রতিবেদন : আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিদিনই রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। গতকাল রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বঞ্চিতরা। এতে প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ থাকায় রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস ভবন, শাহবাগ কাঁটাবন সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায় যানবাহনের চলাচলের গতি কমে যাওয়ায় এসব সড়কে যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ সড়কে গাড়ি আটকে থাকার কারণে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে। এদিকে আনসারদের কর্মসূচির কারণে পুরানা পল্টন, বিজয়নগর, গুলিস্তান, সেগুনবাগিচাসহ আশপাশের সড়ক ও গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গাড়ির চাপ রয়েছে বাংলামোটর, কাওরান বাজার ও ফার্মগেটসহ আশেপাশের বিভিন্ন সড়কে। ধানমন্ডি থেকে পল্টন যাওয়ার পথে প্রেক্লাবের সামনে রাকিবুল হাসনা নামে এক যাত্রী বলেন, ‘শাহবাগ পার হয়ে হাইকোর্টের সামনে এসে গাড়ি আটকে যায়। পরে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকি। বাকি পথ হেঁটে আসি। গাড়ি একটু চলে একটু থামে।’
সেখানে আরেক যাত্রী তানভীর আহমেদ বলেন, ‘দাবির আর শেষ নেই। কিছু হলেই লোকজন রাস্তায় নেমে যায়। গাড়ি আটকে দেয়। যত ভোগান্তি সাধারণ মানুষের।’ জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) নব কুমার বিশ্বাস বলেন, ‘বেলা ১১টার পর থেকেই প্রেসক্লাবের সমানে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। আনসার সদস্যরা সড়ক অবরোধ করে রেখেছে। এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সে চাপ পড়েছে আশেপাশের বিভিন্ন রাস্তায়। আমরা বিকল্প রাস্তায় চলাচল করতে বললেও চালকরা এলোমেলোভানে চালাচ্ছে। সড়কে যথেষ্ট গাড়ির চাপ রয়েছে।’