ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্য আটক

  • আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব । তারা স্থানীয় ‘পাটালি’ ও ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের সদস্য বলে দাবি র‌্যাবের।
গ্রেপ্তার সদস্যদের মধ্যে তিনজন শরিফুল ইসলাম পিয়াল (২২), আলী হোসেন (১৯) ও চাঁন মিয়া (১৯) বয়সে বড় হলেও কিশোর গ্রুপে সক্রিয় ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা ও শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় পৃথক অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও চারটি চাকু পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার হওয়া এই কিশোর অপরাধীরা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। তিনি জানান, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। ওই কর্মকর্তার দাবি, কিশোর অপরাধীরা গ্রপ্তারের পরে স্বীকার করেছে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
সহকারী পুলিশ সুপার মামুন বলেন, এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সংঘর্ষেও তারা প্রায়শই জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্য আটক

আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে দুই ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব । তারা স্থানীয় ‘পাটালি’ ও ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের সদস্য বলে দাবি র‌্যাবের।
গ্রেপ্তার সদস্যদের মধ্যে তিনজন শরিফুল ইসলাম পিয়াল (২২), আলী হোসেন (১৯) ও চাঁন মিয়া (১৯) বয়সে বড় হলেও কিশোর গ্রুপে সক্রিয় ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা ও শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় পৃথক অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও চারটি চাকু পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার হওয়া এই কিশোর অপরাধীরা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। তিনি জানান, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। ওই কর্মকর্তার দাবি, কিশোর অপরাধীরা গ্রপ্তারের পরে স্বীকার করেছে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলে গিয়ে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
সহকারী পুলিশ সুপার মামুন বলেন, এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সংঘর্ষেও তারা প্রায়শই জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।