ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ, তীব্র যানজটের শঙ্কা

  • আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব কর্মসূচি। এদিকে, বিকালে অফিস ছুটির সময় কর্মসূচি থাকায় মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল ও শাহবাগ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ভোগ এড়াতে নগরবাসীকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যে ৭টি দলের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যেসব দাবিতে আন্দোলন
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
পতিত সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা

জামায়াতে ইসলামী বাংলাদেশ
বৃহস্পাতিবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এতে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। অংশগ্রহণ করবেন মহানগর উত্তর ও দক্ষিণ উভয় শাখার নেতারা। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ শেষে মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস
বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

খেলাফত মজলিস
বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে খেলাফত মজলিস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

এছাড়া, একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেখানে বিকাল ৪টায় চারটায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যা বলছে পুলিশ
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, ‘জামায়েতসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রাখা হচ্ছে। যাতে করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে।’

যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে তিন দিনের এ কর্মসূচি আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং পর দিন সব জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এসি/আপ্র/১৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজধানীতে আজ ৭ দলের বিক্ষোভ-সমাবেশ, তীব্র যানজটের শঙ্কা

আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব কর্মসূচি। এদিকে, বিকালে অফিস ছুটির সময় কর্মসূচি থাকায় মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, কাকরাইল ও শাহবাগ এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ভোগ এড়াতে নগরবাসীকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যে ৭টি দলের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যেসব দাবিতে আন্দোলন
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
পতিত সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা

জামায়াতে ইসলামী বাংলাদেশ
বৃহস্পাতিবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এতে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা। অংশগ্রহণ করবেন মহানগর উত্তর ও দক্ষিণ উভয় শাখার নেতারা। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ শেষে মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস
বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

খেলাফত মজলিস
বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে খেলাফত মজলিস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

এছাড়া, একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেখানে বিকাল ৪টায় চারটায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যা বলছে পুলিশ
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, ‘জামায়েতসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রাখা হচ্ছে। যাতে করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে।’

যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে তিন দিনের এ কর্মসূচি আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং পর দিন সব জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এসি/আপ্র/১৮/০৯/২০২৫