ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

রাঙ্কিংয়ে তামিম ও মিরাজের উন্নতি

  • আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দেন মেহেদী হাসান মিরাজ। যার ছাপ পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
গত রোববার বৃষ্টিবিঘিœত ওই ম্যাচে ক্যারিবিয়ানদের ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। অফ স্পিনে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। ওই ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেওয়া শরিফুল ইসলাম অবশ্য ঢুকতে পারেননি তালিকার সেরা একশতে। ৩৪ রান খরচায় ৪ উইকেট নেন তরুণ এই পেসার। ৬ উইকেটে জয়ের ম্যাচে দলকে ভালো শুরু এনে দেন তামিম। ২৫ বলে এক ছক্কা ও ৪ চারে খেলেন ৩৩ রানের ইনিংস। ব্যাটসম্যানদের তালিকায় বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। এই সিরিজে না থাকলেও এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ছুটিতে থাকা সাকিব আল হাসান (২৬) ও প্রথম ওয়ানডেতে স্রেফ ১ রান করা লিটন কুমার দাসের (৩২) উন্নতি এক ধাপ করে। এক ছক্কা ও ২ চারে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলা মাহমুদউল্লাহ আগের মতোই আছেন ৩৭তম স্থানে। অগ্রগতি হয়েছে আফিফ হোসেনের।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব। র‌্যাঙ্কিংয়ের এই হালনাগাদে বিবেচিত হয়েছে গত বৃহস্পতিবার খেলা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও। ওই ম্যাচে এক উইকেট নিয়ে এই সংস্করণের বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন মেহেদি হাসান। ২ উইকেট নেওয়া নাসুম আহমেদ আছেন পরের স্থানেই। সেরা বিশে নেই বাংলাদেশের আর কেউ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এখন দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম শেখের ৩১ নম্বর। ওই ম্যাচে অপরাজিত ৭৪ রান করা ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান পাঁচ ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাঙ্কিংয়ে তামিম ও মিরাজের উন্নতি

আপডেট সময় : ০২:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দেন মেহেদী হাসান মিরাজ। যার ছাপ পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
গত রোববার বৃষ্টিবিঘিœত ওই ম্যাচে ক্যারিবিয়ানদের ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। অফ স্পিনে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। ওই ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেওয়া শরিফুল ইসলাম অবশ্য ঢুকতে পারেননি তালিকার সেরা একশতে। ৩৪ রান খরচায় ৪ উইকেট নেন তরুণ এই পেসার। ৬ উইকেটে জয়ের ম্যাচে দলকে ভালো শুরু এনে দেন তামিম। ২৫ বলে এক ছক্কা ও ৪ চারে খেলেন ৩৩ রানের ইনিংস। ব্যাটসম্যানদের তালিকায় বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। এই সিরিজে না থাকলেও এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ছুটিতে থাকা সাকিব আল হাসান (২৬) ও প্রথম ওয়ানডেতে স্রেফ ১ রান করা লিটন কুমার দাসের (৩২) উন্নতি এক ধাপ করে। এক ছক্কা ও ২ চারে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলা মাহমুদউল্লাহ আগের মতোই আছেন ৩৭তম স্থানে। অগ্রগতি হয়েছে আফিফ হোসেনের।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব। র‌্যাঙ্কিংয়ের এই হালনাগাদে বিবেচিত হয়েছে গত বৃহস্পতিবার খেলা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও। ওই ম্যাচে এক উইকেট নিয়ে এই সংস্করণের বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন মেহেদি হাসান। ২ উইকেট নেওয়া নাসুম আহমেদ আছেন পরের স্থানেই। সেরা বিশে নেই বাংলাদেশের আর কেউ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এখন দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম শেখের ৩১ নম্বর। ওই ম্যাচে অপরাজিত ৭৪ রান করা ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান পাঁচ ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে।