ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এতে এই ঘটনায় সিএনজি অটোরিকশাতে থাকা সব যাত্রী ও চালকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমাকে(৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

এছাড়া বাকি যারা নিহত হয়েছেন তারা হলেন- চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোরাব (৪৫), রাঙামাটির কাউখালীর তালুকদার পাড়ার আব্দুর রহিমের মেয়ে নূর নাহার (৪০), রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমা(৩৫), চট্টগ্রামের হাটহাজারীর মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), চট্টগ্রামের রাউজানের মো. জয়নাল আবেদীন (৬৩) ও চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারির মৃত গুলজারের ছেলে ইজাদুল (২৫)। ইজাদুল সিএনজি অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়ার মনারটেক এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা (চট্রমেট্রো থ ১১-৯১৭৩) ও বিপরীত দিক আসা পিকআপ (চট্টমেট্রো ন ১১-৬৪৯২) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটা মর্মান্তিক ঘটনা। ছয়জনের মধ্যে তিনজনকে রাঙামাটির মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে এবং একজন রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী পিকআপভ্যান উল্টে যায়। এতে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরো সাতজন আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮) ও মা লাইজু বেগম (৩০), মো. ফয়সাল (১৪), সেলিনা বেগম (৬০), রিমা আক্তার (২৮), সুমাইয়া আক্তার (৫) এবং মো. রায়হান (২৪)। এদের মধ্যে রায়হান পিকআপ চালক। এছাড়া বাকিরা সবাই একে অপরের নিকটাত্মীয়।
আশুলিয়ায় বাসের ধাক্কায় যুবক নিহত: সাভারের আশুলিয়া ঘোষবাগ এলাকায় আশুলিয়া পরিবহনের দুটি বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মো. জাকারিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। শনিবার (২৬ এপ্রিল) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকারিয়া বগুড়ার শিবগঞ্জ থানার চাপাসিল উত্তর পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এতে এই ঘটনায় সিএনজি অটোরিকশাতে থাকা সব যাত্রী ও চালকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমাকে(৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

এছাড়া বাকি যারা নিহত হয়েছেন তারা হলেন- চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোরাব (৪৫), রাঙামাটির কাউখালীর তালুকদার পাড়ার আব্দুর রহিমের মেয়ে নূর নাহার (৪০), রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমা(৩৫), চট্টগ্রামের হাটহাজারীর মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), চট্টগ্রামের রাউজানের মো. জয়নাল আবেদীন (৬৩) ও চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারির মৃত গুলজারের ছেলে ইজাদুল (২৫)। ইজাদুল সিএনজি অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতবুনিয়ার মনারটেক এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা (চট্রমেট্রো থ ১১-৯১৭৩) ও বিপরীত দিক আসা পিকআপ (চট্টমেট্রো ন ১১-৬৪৯২) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটা মর্মান্তিক ঘটনা। ছয়জনের মধ্যে তিনজনকে রাঙামাটির মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে এবং একজন রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী পিকআপভ্যান উল্টে যায়। এতে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরো সাতজন আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮) ও মা লাইজু বেগম (৩০), মো. ফয়সাল (১৪), সেলিনা বেগম (৬০), রিমা আক্তার (২৮), সুমাইয়া আক্তার (৫) এবং মো. রায়হান (২৪)। এদের মধ্যে রায়হান পিকআপ চালক। এছাড়া বাকিরা সবাই একে অপরের নিকটাত্মীয়।
আশুলিয়ায় বাসের ধাক্কায় যুবক নিহত: সাভারের আশুলিয়া ঘোষবাগ এলাকায় আশুলিয়া পরিবহনের দুটি বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মো. জাকারিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। শনিবার (২৬ এপ্রিল) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকারিয়া বগুড়ার শিবগঞ্জ থানার চাপাসিল উত্তর পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।