ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর তালুকদার

  • আপডেট সময় : ০২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নেতা-কর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে জনগণ আমাকে ভোট দিবে। নির্বাচিত হলে রাঙামাটিকে আন্তর্জাতিকমানের পর্যটন নগরী গড়ে তুলবো। এ সময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, হাজী কামাল উদ্দীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, এইবার রাঙামাটি আসনে সর্বমোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র জমা দেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর তালুকদার

আপডেট সময় : ০২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নেতা-কর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে জনগণ আমাকে ভোট দিবে। নির্বাচিত হলে রাঙামাটিকে আন্তর্জাতিকমানের পর্যটন নগরী গড়ে তুলবো। এ সময় মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমান, হাজী কামাল উদ্দীনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, এইবার রাঙামাটি আসনে সর্বমোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বশেষ দুপুর ২টা পর্যন্ত মোট চারজন মনোনয়নপত্র জমা দেন।