ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র সংশোধন বিষয়ে পরামর্শ আহ্বান করা হয়েছে। ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই অনলাইনে এই পরামর্শ দেওয়া যাবে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এরইমধ্যে রাকসু নির্বাচনী রোডম্যাপ-২০২৫ ঘোষিত হয়েছে। রাকসু গঠনতন্ত্রের সংশোধনের কাজও নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি রাকসু গঠনতন্ত্র সংশোধনের পরামর্শ নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাবির উপাচার্যের গঠিত কমিটি একাধিক সভায় মিলিত হয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তুত করেছেন। ওই সংশোধনীসহ রাকসুর খসড়া গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে রাকসু ওয়েবসাইটে (যঃঃঢ়ং://িি.িৎঁ.ধপ.নফ/ৎঁপংঁ) প্রকাশ করা হয়েছে। এখন ওই খসড়া গঠনতন্ত্রের সংশোধন বিষয়ে পরামর্শ দেওয়া যাবে। রাবির শিক্ষক ও শিক্ষার্থীরা রাকসুর ই-মেইলে (ঃৎবধংঁৎবৎ.ৎঁপংঁ@ৎঁ.ধপ.নফ) ২৮ মার্চ রাত ১২টার মধ্যে মতামত দিতে পারবেন।