ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

রাওয়াতের বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাক বক্স মিলল

  • আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তামিল নাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রতিরক্ষপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ নিহত ১৩ জনের মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় হবে বলে গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্সও পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। ব্ল্যাক বক্স মেলায় এখন দুর্ঘটনার আগ মুহুর্তের পরিস্থিতি সম্বন্ধে জানা যাবে, আশা কর্মকর্তাদের।
গত বুধবার রাওয়াতকে বহন করা এমআই সেভেনটিন হেলিকপ্টারটি কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। কপ্টারের ১৪ জন আরোহীর মধ্যে বেঁচে আছেন কেবল একজন। দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনী টুইটারে হতাহতের সংখ্যা নিশ্চিত করে। টুইটারে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, দুর্ভাগ্যজনক ওই ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জনের মৃত্যু হয়েছে।” আরোহীদের মধ্যে বেঁচে আছেন কেবল বরুন সিং। গুরুতর আহত এ গ্রুপ ক্যাপ্টেনকে তামিল নাড়ুর ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজনাথ সিং পার্লামেন্টকে জানান, বরুন ‘লাইফ সাপোর্টে’ আছেন। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাওয়াত ও অন্যদের মৃতদেহ দিল্লিতে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সামরিক বিমানে করে ওই মৃতদেহগুলো রাজধানীতে নিয়ে যাওয়া হবে। আজ শুক্রবার রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য হবে।
গত বুধবারের দুর্ঘটনায় এ দু’জনের পাশাপাশি ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফটেনেন্ট কর্নেল হারজিন্দার সিং, উইং কমান্ডার পিএস চৌহান, স্কোয়াড্রন লিডার কে সিং, জেডব্লিউও দাস, প্রদীপ এ, হাবিলদার সাতপাল, নায়েক গুরসেওয়াক সিং, নায়েক জিতেন্দর কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার ও সাই তেজাও নিহত হয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাওয়াতের বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাক বক্স মিলল

আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তামিল নাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রতিরক্ষপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ নিহত ১৩ জনের মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় হবে বলে গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্সও পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। ব্ল্যাক বক্স মেলায় এখন দুর্ঘটনার আগ মুহুর্তের পরিস্থিতি সম্বন্ধে জানা যাবে, আশা কর্মকর্তাদের।
গত বুধবার রাওয়াতকে বহন করা এমআই সেভেনটিন হেলিকপ্টারটি কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। কপ্টারের ১৪ জন আরোহীর মধ্যে বেঁচে আছেন কেবল একজন। দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনী টুইটারে হতাহতের সংখ্যা নিশ্চিত করে। টুইটারে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, দুর্ভাগ্যজনক ওই ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জনের মৃত্যু হয়েছে।” আরোহীদের মধ্যে বেঁচে আছেন কেবল বরুন সিং। গুরুতর আহত এ গ্রুপ ক্যাপ্টেনকে তামিল নাড়ুর ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজনাথ সিং পার্লামেন্টকে জানান, বরুন ‘লাইফ সাপোর্টে’ আছেন। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাওয়াত ও অন্যদের মৃতদেহ দিল্লিতে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সামরিক বিমানে করে ওই মৃতদেহগুলো রাজধানীতে নিয়ে যাওয়া হবে। আজ শুক্রবার রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য হবে।
গত বুধবারের দুর্ঘটনায় এ দু’জনের পাশাপাশি ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফটেনেন্ট কর্নেল হারজিন্দার সিং, উইং কমান্ডার পিএস চৌহান, স্কোয়াড্রন লিডার কে সিং, জেডব্লিউও দাস, প্রদীপ এ, হাবিলদার সাতপাল, নায়েক গুরসেওয়াক সিং, নায়েক জিতেন্দর কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার ও সাই তেজাও নিহত হয়েছেন।