ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং’ কর্মশালা

  • আপডেট সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অন্যদের চেয়ে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন’ শীর্ষক কর্মশালা হয়েছে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের রাজশাহী ডিভিশনের টেরিটরি ম্যানেজার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।
কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রুকাইয়া ইসলাম সুস্মিতা বলেন, ‘করোনার দীর্ঘ শিক্ষা বিরতিতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনেও ব্যর্থ হয়েছি। বর্তমানে নিজেকে এগিয়ে রাখতে একাডেমিক ও জব প্রস্তুতি রিলেটেড এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করতে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সফট স্কিলস এ দক্ষতা অর্জন করতে হয়, যা একজন গ্র্যাজুয়েটকে পোটেনশিয়াল ক্যান্ডিডেটে পরিণত করে। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। ’
বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যদের সর্বাত্মক সহায়তায় আয়োজিত এই কর্মশালায় ফটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘চিত্রকৃৎ’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং’ কর্মশালা

আপডেট সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অন্যদের চেয়ে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন’ শীর্ষক কর্মশালা হয়েছে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের রাজশাহী ডিভিশনের টেরিটরি ম্যানেজার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।
কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রুকাইয়া ইসলাম সুস্মিতা বলেন, ‘করোনার দীর্ঘ শিক্ষা বিরতিতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনেও ব্যর্থ হয়েছি। বর্তমানে নিজেকে এগিয়ে রাখতে একাডেমিক ও জব প্রস্তুতি রিলেটেড এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করতে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সফট স্কিলস এ দক্ষতা অর্জন করতে হয়, যা একজন গ্র্যাজুয়েটকে পোটেনশিয়াল ক্যান্ডিডেটে পরিণত করে। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। ’
বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্যদের সর্বাত্মক সহায়তায় আয়োজিত এই কর্মশালায় ফটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘চিত্রকৃৎ’।