ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রবি-নজরুল এক পর্দায়

  • আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। সেই সিনেমায় নজরুলের সমসাময়িক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পর্দায় আসবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। আনন্দবাজার লিখেছে, সিনেমার নাম কাজী নজরুল ইসলাম, মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। সৌগত বসুর চিত্রনাট্যে এই বায়োপিক পরিচালনা করবেন আব্দুল আলিম। আনন্দবাজারকে কিঞ্জল বলেন, “এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং।
“যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।” কিঞ্জল জানিয়েছেন, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমায় তুলে ধরা হবে। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই তাকে নজরুল রূপে তুলে ধরতে ‘প্রস্থেটিক্স’ এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন কিঞ্জল। চরিত্রে মিশে যেতে নজরুলকে নিয়ে পড়াশোনাও করছেন কিঞ্জল। “পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।” নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশের ফজলুর রহমান বাবুসহ আরো কয়েকজন অভিনেতা এ সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন। বিশেষ চরিত্রে উপস্থিত হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে।

রবি-নজরুল এক পর্দায়
বিনোদন ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। সেই সিনেমায় নজরুলের সমসাময়িক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পর্দায় আসবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। আনন্দবাজার লিখেছে, সিনেমার নাম কাজী নজরুল ইসলাম, মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। সৌগত বসুর চিত্রনাট্যে এই বায়োপিক পরিচালনা করবেন আব্দুল আলিম। আনন্দবাজারকে কিঞ্জল বলেন, “এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং।
“যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।” কিঞ্জল জানিয়েছেন, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমায় তুলে ধরা হবে। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই তাকে নজরুল রূপে তুলে ধরতে ‘প্রস্থেটিক্স’ এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন কিঞ্জল। চরিত্রে মিশে যেতে নজরুলকে নিয়ে পড়াশোনাও করছেন কিঞ্জল। “পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।” নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশের ফজলুর রহমান বাবুসহ আরো কয়েকজন অভিনেতা এ সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন। বিশেষ চরিত্রে উপস্থিত হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

রবি-নজরুল এক পর্দায়

আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

বিনোদন ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। সেই সিনেমায় নজরুলের সমসাময়িক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পর্দায় আসবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। আনন্দবাজার লিখেছে, সিনেমার নাম কাজী নজরুল ইসলাম, মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। সৌগত বসুর চিত্রনাট্যে এই বায়োপিক পরিচালনা করবেন আব্দুল আলিম। আনন্দবাজারকে কিঞ্জল বলেন, “এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং।
“যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।” কিঞ্জল জানিয়েছেন, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমায় তুলে ধরা হবে। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই তাকে নজরুল রূপে তুলে ধরতে ‘প্রস্থেটিক্স’ এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন কিঞ্জল। চরিত্রে মিশে যেতে নজরুলকে নিয়ে পড়াশোনাও করছেন কিঞ্জল। “পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।” নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশের ফজলুর রহমান বাবুসহ আরো কয়েকজন অভিনেতা এ সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন। বিশেষ চরিত্রে উপস্থিত হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে।

রবি-নজরুল এক পর্দায়
বিনোদন ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। সেই সিনেমায় নজরুলের সমসাময়িক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পর্দায় আসবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। আনন্দবাজার লিখেছে, সিনেমার নাম কাজী নজরুল ইসলাম, মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। সৌগত বসুর চিত্রনাট্যে এই বায়োপিক পরিচালনা করবেন আব্দুল আলিম। আনন্দবাজারকে কিঞ্জল বলেন, “এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং।
“যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।” কিঞ্জল জানিয়েছেন, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমায় তুলে ধরা হবে। শুটিং শুরু হবে বছরের শেষ নাগাদ। কিঞ্জলের সঙ্গে নজরুলের চেহারার পার্থক্য রয়েছে। তাই তাকে নজরুল রূপে তুলে ধরতে ‘প্রস্থেটিক্স’ এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন কিঞ্জল। চরিত্রে মিশে যেতে নজরুলকে নিয়ে পড়াশোনাও করছেন কিঞ্জল। “পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।” নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশের ফজলুর রহমান বাবুসহ আরো কয়েকজন অভিনেতা এ সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন। বিশেষ চরিত্রে উপস্থিত হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হয়েছে।