ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

রঞ্জি ট্রফির সব ম্যাচ পাঁচ দিনের চান রাহানে

  • আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টেস্টের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে পরিবর্তন আনার পরামর্শ দিলেন অজিঙ্কা রাহানে। রঞ্জির ট্রফির সবগুলি ম্যাচই পাঁচ দিনের করা উচিত বলে মনে করেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ভারতের এই প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল থেকে হয় পাঁচ দিনের ম্যাচ। গ্রুপ পর্ব থেকেই পাঁচ দিনের ম্যাচ চান রাহানে। তার মতে, এতে প্রতিটি ম্যাচেই ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। রঞ্জি ট্রফির ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্ব থেকে শুক্রবার ছিটকে পড়ে রাহানের নেতৃত্বাধীন মুম্বাই। মহারাষ্ট্রের বিপক্ষে প্রথম ইনিংসে স্রেফ লিড নিলেই পরের ধাপে চলে যেত রাহানের দল। কিন্তু তারা সেটা পারেনি। দুই দলই প্রথমভাগে করে ৩৮৪ রান। এতে পরের ধাপে যেতে জয়ের বিকল্প ছিল না মুম্বাইয়ের। চতুর্থ ও শেষ দিনের মাঝপথে মহারাষ্ট্রকে দ্বিতীয় ইনিংসে ২৫২ থামিয়ে দেয় তারা। কিন্তু সময়ের অভাবে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি মুম্বাই। ২৭.৩ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে তারা।
হতাশা নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর মুম্বাই অধিনায়ক রাহানে ম্যাচের দৈর্ঘ্য বাড়ানোর কথা বলেন। “প্রথম শ্রেণির ক্রিকেট পাঁচ দিনের হতে পারে। আমরা পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলি, আর পাঁচ দিনের মধ্যে ফল পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। (পাঁচ দিনের ম্যাচ হলে) প্রথম শ্রেণির ক্রিকেটে আরও ফল পাওয়া যাবে। সবগুলি ম্যাচই ফলাফল ভিত্তিক হওয়া উচিত।” “চার দিনের ম্যাচে, ফ্ল্যাট উইকেটে, ফল পাওয়া যায় না। আমরা যতটা সম্ভব ফল পেতে চেষ্টা করেছি, কিন্তু এটি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। পাঁচ দিনের ম্যাচে এটা (ফল আসা) আরও ঘন ঘন ঘটবে। আমি জানি না এটা কীভাবে সূচিতে যুক্ত হতে পারে, তবে পাঁচ দিনের ম্যাচ ঘরোয়া ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটের কঠোরতায় অভ্যস্ত করে তুলবে।” এখন মন্থর ওভার রেটের জন্য আর্থিক জরিমানা করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এই জায়গায় পরিবর্তনের পরামর্শ দেন রাহানে। জরিমানার বদলে পয়েন্ট কাটার নিয়ম চালু করতে বলেন ভারতের হয়ে ৮২ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রঞ্জি ট্রফির সব ম্যাচ পাঁচ দিনের চান রাহানে

আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : টেস্টের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে পরিবর্তন আনার পরামর্শ দিলেন অজিঙ্কা রাহানে। রঞ্জির ট্রফির সবগুলি ম্যাচই পাঁচ দিনের করা উচিত বলে মনে করেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ভারতের এই প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল থেকে হয় পাঁচ দিনের ম্যাচ। গ্রুপ পর্ব থেকেই পাঁচ দিনের ম্যাচ চান রাহানে। তার মতে, এতে প্রতিটি ম্যাচেই ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। রঞ্জি ট্রফির ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্ব থেকে শুক্রবার ছিটকে পড়ে রাহানের নেতৃত্বাধীন মুম্বাই। মহারাষ্ট্রের বিপক্ষে প্রথম ইনিংসে স্রেফ লিড নিলেই পরের ধাপে চলে যেত রাহানের দল। কিন্তু তারা সেটা পারেনি। দুই দলই প্রথমভাগে করে ৩৮৪ রান। এতে পরের ধাপে যেতে জয়ের বিকল্প ছিল না মুম্বাইয়ের। চতুর্থ ও শেষ দিনের মাঝপথে মহারাষ্ট্রকে দ্বিতীয় ইনিংসে ২৫২ থামিয়ে দেয় তারা। কিন্তু সময়ের অভাবে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি মুম্বাই। ২৭.৩ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে তারা।
হতাশা নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর মুম্বাই অধিনায়ক রাহানে ম্যাচের দৈর্ঘ্য বাড়ানোর কথা বলেন। “প্রথম শ্রেণির ক্রিকেট পাঁচ দিনের হতে পারে। আমরা পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলি, আর পাঁচ দিনের মধ্যে ফল পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। (পাঁচ দিনের ম্যাচ হলে) প্রথম শ্রেণির ক্রিকেটে আরও ফল পাওয়া যাবে। সবগুলি ম্যাচই ফলাফল ভিত্তিক হওয়া উচিত।” “চার দিনের ম্যাচে, ফ্ল্যাট উইকেটে, ফল পাওয়া যায় না। আমরা যতটা সম্ভব ফল পেতে চেষ্টা করেছি, কিন্তু এটি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। পাঁচ দিনের ম্যাচে এটা (ফল আসা) আরও ঘন ঘন ঘটবে। আমি জানি না এটা কীভাবে সূচিতে যুক্ত হতে পারে, তবে পাঁচ দিনের ম্যাচ ঘরোয়া ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটের কঠোরতায় অভ্যস্ত করে তুলবে।” এখন মন্থর ওভার রেটের জন্য আর্থিক জরিমানা করে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এই জায়গায় পরিবর্তনের পরামর্শ দেন রাহানে। জরিমানার বদলে পয়েন্ট কাটার নিয়ম চালু করতে বলেন ভারতের হয়ে ৮২ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।