সাগর আহমেদ : দারিদ্র্যের থাবাগ্রন্থে সন্ধামালতি হয়ে
রোজ উস্ফলিত হই উলঙ্গ শহরে,
রাতের পেয়ালায় রঙিন জল হয়ে
সুগন্ধ ছড়াই খদ্দেরের চুমুকে চুমুকে।
পাপিষ্ঠ জোঁছনা হাতড়ে হেঁটে চলি
বিষাক্ত অবয়বে গোপন গন্তব্যে।
জীবনমুখি ত্রিভুজের কোনে দাঁড়িয়ে
সদ্য জন্ম নেয়া ভোরের হাওয়ায়
সুখের অভিনয় কৃত্রিম হাসি বিমর্ষ চোখে।
ঢেউ খেলানো অন্ধরঙের চুল,শুভ্র কাশফুল
অঙ্গের ভাঁজে ভাঁজে ভাঙনের সুর
ভ্রমরের সংস্পর্শ হয়না নোংরা জলে।
কালশি দেহটা মৃত্যুর স্বাদ পেতেই
পুঁতে ফেলা হয় অন্ধকার মাটির গর্তে।
মিশ্রিত আসঙ্গের আঘাতে বিপন্ন অঙ্গ-
অথচ, কথা ছিল কারো স্বপ্নকন্যা হয়ে
নবজাতকের জন্ম দেওয়ার।