ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

রঙ পছন্দের বিচারে চেনা যায় মানুষ

  • আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আমাদের কারোর প্রিয় রঙ নীল, কারোর বা সাদা। প্রিয় রঙ দিয়ে ব্যক্তিত্ব নির্ধারণ করা যায়, সেটা জানেন কি? রঙ কথা বলবে আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে।
সাদা : সাদা রঙ যাদের পছন্দ তারা সহজ সরল হন, সবকিছু ঠিকঠাক দেখতে পছন্দ করেন। তাদের মাঝে উচ্চাকাংখা আছে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের দারুণ। তবে চুপচাপ স্বভাবের হন বলে তাদেরকে অনেকে ভুল বোঝে। সাদা রঙ পছন্দকারীরা পুরনো কিছু আঁকড়ে থাকতে পছন্দ করেন, তারা জ্ঞানী হিসেবেও পরিচিতি পান।
কালো : যাদের প্রিয় রঙ কালো, তারা তাদের গোপনীয়তাকে খুব বেশি প্রাধান্য দেন। আপনার প্রিয় রঙ কালো হলে স্বভাবে নম্র আপনি, এই রঙ আপনার মর্যাদারও প্রতীক। নিজের উপর আপনার নিয়ন্ত্রণ খুব ভালো, সব কাজ ভালোভাবে করার প্রবণতাও আছে আপনার মাঝে। সব কিছুর বিস্তারিত জানা গুরুত্বপূর্ণ আপনার কাছে।
বেগুনি : আপনার পছন্দের রঙ যদি হয় বেগুনি, তাহলে আপনি সেসব লোকদের একজন যারা জীবনে আবেগজনিত নিরাপত্তা খোঁজে। আপনি খুব ভালো মানুষ এবং কাজেও খুব পারদর্শী। আপনি সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করেন ও আপনার সৃজনশীল সত্তা কাজ করে সব সময়। অবশ্য সবার সাথে মিশে যাওয়ার প্রবণতা আছে আপনার।
ধূসর : যাদের প্রিয় রঙ ধূসর, তারা শান্ত ধরনের হন। নিজের আচরণ ও ব্যবহারের ব্যাপারে বেশ সচেতন থাকেন তারা। এই রঙ পছন্দকারীরা কূটনৈতিক ক্ষেত্রে বেশ সফল হন। তারা নিজেদের কাজ নিজেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।
লাল : লাল রঙ পছন্দকারীরা খুব সচেতন ও প্রত্যয়ী হন, তবে তাদের মাঝেও আবেগ কাজ করার প্রবণতা দেখা যায়। আশেপাশের মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে এবং সবার মাঝে একটা জীবনীশক্তি সঞ্চার করেন তারা। নেতৃত্বের জন্য প্রশংসা ও শ্রদ্ধা পান লাল পছন্দকারী লোকজন।
গোলাপি : যেসব মানুষ গোলাপি রঙ পছন্দ করেন, তারা বেশ বুদ্ধিদীপ্ত ও আন্তরিক হন। তারা খুব সহমর্মী হন, তাদের উপর নির্ভর করতে পারেন অন্যরা। তাদের কাছে শান্তি ও স্বস্তি বেশি প্রাধান্য পায়।
নীল : নীল রঙ পছন্দকারীরা বন্ধু ও আশেপাশের মানুষদের বেশি প্রাধান্য দেন। আর সে কারণে সবাই তাদের বিশ্বাস করে, ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে।
সবুজ : সবুজ রঙ যারা পছন্দ করেন তারা মূলত প্রকৃতিপ্রেমী। তারা বিশৃঙ্খলা পছন্দ করেন না। টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময়কে প্রাধান্য দেওয়া তাদের প্রধান শক্তি। তারা ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবেন না, বরং বড় চিন্তাই তাদের মাঝে বেশি দেখা যায়।
কমলা : কমলা রঙ পছন্দকারীরা ইতিবাচক চিন্তা করেন সব সময়। যেকোনো আড্ডায় তারা হয়ে পড়েন মধ্যমণি। তারা দল তৈরি করতে বেশ পটু, সহজে আতংকগ্রস্ত হন না। এ রঙ পছন্দকারীরা সামাজিক হিসেবেই বিবেচিত, সমস্যা সমাধানে তাদেরকে ডাকা হয় বেশিরভাগ সময়।
হলুদ : যারা হলুদ রঙ পছন্দ করেন তাদের মাঝে হতাশা দেখা যায় না। তারা প্রকৃতিগতভাবেই ইতিবাচক মানসিকতার, তারা আড্ডায় অল্প মানুষের সাথে থাকতে পছন্দ করেন। তারা সুখী, বুদ্ধিমান ও খুব কল্পনাপ্রবণ হন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

রঙ পছন্দের বিচারে চেনা যায় মানুষ

আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : আমাদের কারোর প্রিয় রঙ নীল, কারোর বা সাদা। প্রিয় রঙ দিয়ে ব্যক্তিত্ব নির্ধারণ করা যায়, সেটা জানেন কি? রঙ কথা বলবে আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে।
সাদা : সাদা রঙ যাদের পছন্দ তারা সহজ সরল হন, সবকিছু ঠিকঠাক দেখতে পছন্দ করেন। তাদের মাঝে উচ্চাকাংখা আছে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের দারুণ। তবে চুপচাপ স্বভাবের হন বলে তাদেরকে অনেকে ভুল বোঝে। সাদা রঙ পছন্দকারীরা পুরনো কিছু আঁকড়ে থাকতে পছন্দ করেন, তারা জ্ঞানী হিসেবেও পরিচিতি পান।
কালো : যাদের প্রিয় রঙ কালো, তারা তাদের গোপনীয়তাকে খুব বেশি প্রাধান্য দেন। আপনার প্রিয় রঙ কালো হলে স্বভাবে নম্র আপনি, এই রঙ আপনার মর্যাদারও প্রতীক। নিজের উপর আপনার নিয়ন্ত্রণ খুব ভালো, সব কাজ ভালোভাবে করার প্রবণতাও আছে আপনার মাঝে। সব কিছুর বিস্তারিত জানা গুরুত্বপূর্ণ আপনার কাছে।
বেগুনি : আপনার পছন্দের রঙ যদি হয় বেগুনি, তাহলে আপনি সেসব লোকদের একজন যারা জীবনে আবেগজনিত নিরাপত্তা খোঁজে। আপনি খুব ভালো মানুষ এবং কাজেও খুব পারদর্শী। আপনি সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করেন ও আপনার সৃজনশীল সত্তা কাজ করে সব সময়। অবশ্য সবার সাথে মিশে যাওয়ার প্রবণতা আছে আপনার।
ধূসর : যাদের প্রিয় রঙ ধূসর, তারা শান্ত ধরনের হন। নিজের আচরণ ও ব্যবহারের ব্যাপারে বেশ সচেতন থাকেন তারা। এই রঙ পছন্দকারীরা কূটনৈতিক ক্ষেত্রে বেশ সফল হন। তারা নিজেদের কাজ নিজেই ব্যস্ত থাকতে পছন্দ করেন।
লাল : লাল রঙ পছন্দকারীরা খুব সচেতন ও প্রত্যয়ী হন, তবে তাদের মাঝেও আবেগ কাজ করার প্রবণতা দেখা যায়। আশেপাশের মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে এবং সবার মাঝে একটা জীবনীশক্তি সঞ্চার করেন তারা। নেতৃত্বের জন্য প্রশংসা ও শ্রদ্ধা পান লাল পছন্দকারী লোকজন।
গোলাপি : যেসব মানুষ গোলাপি রঙ পছন্দ করেন, তারা বেশ বুদ্ধিদীপ্ত ও আন্তরিক হন। তারা খুব সহমর্মী হন, তাদের উপর নির্ভর করতে পারেন অন্যরা। তাদের কাছে শান্তি ও স্বস্তি বেশি প্রাধান্য পায়।
নীল : নীল রঙ পছন্দকারীরা বন্ধু ও আশেপাশের মানুষদের বেশি প্রাধান্য দেন। আর সে কারণে সবাই তাদের বিশ্বাস করে, ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে।
সবুজ : সবুজ রঙ যারা পছন্দ করেন তারা মূলত প্রকৃতিপ্রেমী। তারা বিশৃঙ্খলা পছন্দ করেন না। টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময়কে প্রাধান্য দেওয়া তাদের প্রধান শক্তি। তারা ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবেন না, বরং বড় চিন্তাই তাদের মাঝে বেশি দেখা যায়।
কমলা : কমলা রঙ পছন্দকারীরা ইতিবাচক চিন্তা করেন সব সময়। যেকোনো আড্ডায় তারা হয়ে পড়েন মধ্যমণি। তারা দল তৈরি করতে বেশ পটু, সহজে আতংকগ্রস্ত হন না। এ রঙ পছন্দকারীরা সামাজিক হিসেবেই বিবেচিত, সমস্যা সমাধানে তাদেরকে ডাকা হয় বেশিরভাগ সময়।
হলুদ : যারা হলুদ রঙ পছন্দ করেন তাদের মাঝে হতাশা দেখা যায় না। তারা প্রকৃতিগতভাবেই ইতিবাচক মানসিকতার, তারা আড্ডায় অল্প মানুষের সাথে থাকতে পছন্দ করেন। তারা সুখী, বুদ্ধিমান ও খুব কল্পনাপ্রবণ হন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া