সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের অন্যতম নাট্য সংগঠন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কেটে নতুন এই কমিটি প্রকাশ করা হয়। নতুন এই কমিটির সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক তামিম রায়হান। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সহসভাপতি মোস্তাকিম মিনার, সহ-সাধারণ সম্পাদক জিহান জোবায়ের ও শর্মী তালুকদার, সাংগঠনিক সম্পাদক অমিত দাস গুপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিয়ান চৌধুরী নাফি, অর্থ সম্পাদক তন্না দাস, দপ্তর সম্পাদক ফারহান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, নারী বিষয়ক সম্পাদক জোনাকি পাল, ক্রীড়া সম্পাদক সুচনা দাস।
কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন- তানভির আহমেদ, পূর্ণিমা বৈদ্য, নাসিমুল গণি তাহসিন, হাকিমুল ইসলাম আয়মান, কিশাল শেখর দাস ও পুজা তালুকদার। কমিটিতে সাধারণ সদস্য হিসেবে আছেন- অলিদ হাসান তানভির, মাহবুব আলম রনি, প্রিতম নন্দী, প্রিয়ম দাস, সম্প্রীতি দে, নুর আহমেদ সাইফ ও কামরুজ্জামান কামরুল। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মেহেদী হাসান বলেন, নাট্যচর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী উপায়। আমাদের লক্ষ্য নাটকের মাধ্যমে সুনামগঞ্জের সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা।
আমরা বিশ্বাস করি, নাটক মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সাধারণ সম্পাদক তামিম রায়হান বলেন, আমরা নতুন প্রজন্মকে নাট্যকলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করব। রঙ্গালয় থিয়েটারকে এমন একটি মঞ্চে রূপান্তর করতে চাই যেখানে সৃজনশীলতা এবং সামাজিক বার্তা একসঙ্গে উপস্থাপিত হবে। ২০১৭ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার নাট্যচর্চার মাধ্যমে সুনামগঞ্জে নতুন মাত্রা যোগ করেছে।
৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ছাড়াও সংগঠনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল, ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান, সংগীত শিল্পী বাধন মোদক, থিয়েটার সুনামগঞ্জ-এর দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, থিয়েটার একুশ-এর সভাপতি পল্লব ভট্টাচার্য, সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মঞ্জু তালুকদার এবং গণমাধ্যমকর্মী লিপসন আহমেদ ও আল-হাবিব।