ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

রঙিন খোয়াব দেখে লাভ নেই, বিএনপিকে ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রঙিন খোয়াব দেখে কোনও লাভ নেই। বিএনপি এখন উভয় সংকটে, তাদের জলে কুমির ডাঙায় বাঘ।
গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও এর অন্তর্গত ওয়ার্ডগুলোর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের নেতা কে? ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে হ্যাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলেন—তাদের শেখ হাসিনার ওপর আস্থা রাখার কোনও দরকার নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে, নেতাকর্মীরা ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক, তাতে কোনও লাভ হবে না। কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

রঙিন খোয়াব দেখে লাভ নেই, বিএনপিকে ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রঙিন খোয়াব দেখে কোনও লাভ নেই। বিএনপি এখন উভয় সংকটে, তাদের জলে কুমির ডাঙায় বাঘ।
গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও এর অন্তর্গত ওয়ার্ডগুলোর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের নেতা কে? ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে হ্যাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলেন—তাদের শেখ হাসিনার ওপর আস্থা রাখার কোনও দরকার নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে, নেতাকর্মীরা ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক, তাতে কোনও লাভ হবে না। কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।