ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

রক্তের ধরন অনুযায়ী স্বাস্থ্য ঝুঁকি

  • আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: রক্তের গ্রুপ কী সেটা হয়ত প্রায় সবারই জানা। তবে ধরন ভেদে রোগ হওয়ার ঝুঁকিও থাকে, সেটা হয়ত অনেকেরেই অজানা। চিকিৎসা-বিজ্ঞানের তথ্যানুসারে, প্রতিটি রক্তের গ্রুপের আছে নিজস্ব বৈশিষ্ট্য। ওয়েবএমডি ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র নিবাসী চিকিৎসক পুনম সাচদেভ এই বিষয়ে বলেন, “ বিভিন্ন ‘অ্যান্টিজেন’ হল লোহিত রক্ত কণিকার বাইরের দিকে প্রবিষ্ট পদার্থ, যা প্রধানত বহিরাগত উপাদানের সংস্পর্শে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে। ফলে একটি নির্দিষ্ট গ্রুপের রক্ত কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত আবার কিছু রোগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ।” প্রধান রক্তের গ্রুপ হলো চারটি- ‘এ’, ‘বি’, ‘ও’ এবং ‘এবি’। তবে ‘আরএইচ ফ্যাক্টর’, যা নিজেও একটি ‘অ্যান্টিজেন’, নির্ধারণ করে গ্রুপ ‘পজেটিভ’ হবে নাকি ‘নেগেটিভ’।

আর এই দুই দিক মিলিয়ে রক্তের গ্রুপ হয় মোট আট ধরনের। “রক্তের গ্রুপ পরিবর্তন করার কোনো উপায় নেই। তাই কোন গ্রুপের রক্তের কোন রোগের ঝুঁকি সবচাইতে বেশি সে বিষয়ে জানা থাকলে ওই রোগগুলো এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়”- মন্তব্য করেন এই চিকিৎসক।
হৃদরোগ: ‘করোনারি হার্ট ডিজিজ’রের ঝুঁকি সবচাইতে কম ‘ও’ গ্রুপের রক্তধারীদের। অন্যদিকে ‘এবি’ এবং ‘বি’ গ্রুপের রক্তধারীদের এই ঝুঁকি সবচাইতে বেশি।
আলসার: ‘ও’ গ্রুপের রক্তধারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে, পাকস্থলিতে আলসার।
রক্ত জমাট বাঁধা : ধমনীতে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ‘এ’ এবং ‘বি’ গ্রুপের রক্তধারীদের ৩০ শতাংশ। ‘ও’ গ্রুপের রক্ত যাদের, তাদের এই ঝুঁকি আরও কম। আবার ‘এবি’ গ্রুপধারীদের এই ঝুঁকি ২০ শতাংশ।
গ্যাস্ট্রিক ক্যান্সার: এই রোগে আক্রান্ত হওয়ার সবচাইতে কম ঝুঁকিতে আছেন ‘ও’ গ্রুপের রক্তধারীরা। তবে অন্যান্য সকল গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপের রক্তধারীদের এই ঝুঁকি সবচাইতে বেশি।
অগ্ন্যাশয়ে ক্যান্সার: এখানেও সবচাইতে ঝুঁকিমুক্ত ‘ও’ গ্রুপের রক্তধারীরা। অপরদিকে ‘এ’ গ্রুপের রক্তধারীদের এই রোগের ঝুঁকি ৩২ শতাংশ। আর ‘এবি’ গ্রুপধারীদের ঝুঁকি আরও বেশি, ৫১ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রক্তের ধরন অনুযায়ী স্বাস্থ্য ঝুঁকি

আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: রক্তের গ্রুপ কী সেটা হয়ত প্রায় সবারই জানা। তবে ধরন ভেদে রোগ হওয়ার ঝুঁকিও থাকে, সেটা হয়ত অনেকেরেই অজানা। চিকিৎসা-বিজ্ঞানের তথ্যানুসারে, প্রতিটি রক্তের গ্রুপের আছে নিজস্ব বৈশিষ্ট্য। ওয়েবএমডি ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র নিবাসী চিকিৎসক পুনম সাচদেভ এই বিষয়ে বলেন, “ বিভিন্ন ‘অ্যান্টিজেন’ হল লোহিত রক্ত কণিকার বাইরের দিকে প্রবিষ্ট পদার্থ, যা প্রধানত বহিরাগত উপাদানের সংস্পর্শে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে। ফলে একটি নির্দিষ্ট গ্রুপের রক্ত কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ঝুঁকিমুক্ত আবার কিছু রোগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ।” প্রধান রক্তের গ্রুপ হলো চারটি- ‘এ’, ‘বি’, ‘ও’ এবং ‘এবি’। তবে ‘আরএইচ ফ্যাক্টর’, যা নিজেও একটি ‘অ্যান্টিজেন’, নির্ধারণ করে গ্রুপ ‘পজেটিভ’ হবে নাকি ‘নেগেটিভ’।

আর এই দুই দিক মিলিয়ে রক্তের গ্রুপ হয় মোট আট ধরনের। “রক্তের গ্রুপ পরিবর্তন করার কোনো উপায় নেই। তাই কোন গ্রুপের রক্তের কোন রোগের ঝুঁকি সবচাইতে বেশি সে বিষয়ে জানা থাকলে ওই রোগগুলো এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়”- মন্তব্য করেন এই চিকিৎসক।
হৃদরোগ: ‘করোনারি হার্ট ডিজিজ’রের ঝুঁকি সবচাইতে কম ‘ও’ গ্রুপের রক্তধারীদের। অন্যদিকে ‘এবি’ এবং ‘বি’ গ্রুপের রক্তধারীদের এই ঝুঁকি সবচাইতে বেশি।
আলসার: ‘ও’ গ্রুপের রক্তধারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে, পাকস্থলিতে আলসার।
রক্ত জমাট বাঁধা : ধমনীতে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ‘এ’ এবং ‘বি’ গ্রুপের রক্তধারীদের ৩০ শতাংশ। ‘ও’ গ্রুপের রক্ত যাদের, তাদের এই ঝুঁকি আরও কম। আবার ‘এবি’ গ্রুপধারীদের এই ঝুঁকি ২০ শতাংশ।
গ্যাস্ট্রিক ক্যান্সার: এই রোগে আক্রান্ত হওয়ার সবচাইতে কম ঝুঁকিতে আছেন ‘ও’ গ্রুপের রক্তধারীরা। তবে অন্যান্য সকল গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপের রক্তধারীদের এই ঝুঁকি সবচাইতে বেশি।
অগ্ন্যাশয়ে ক্যান্সার: এখানেও সবচাইতে ঝুঁকিমুক্ত ‘ও’ গ্রুপের রক্তধারীরা। অপরদিকে ‘এ’ গ্রুপের রক্তধারীদের এই রোগের ঝুঁকি ৩২ শতাংশ। আর ‘এবি’ গ্রুপধারীদের ঝুঁকি আরও বেশি, ৫১ শতাংশ।