বিল্লাল মাহমুদ মানিক : বায়ান্নতে ভাষার জন্য
রক্ত দিলাম ঢেলে,
একাত্তরে দেশ পেয়েছি
রক্ত খেলা খেলে।
রক্তরাঙা বাংলা সবার
শ্রেষ্ঠ ভালোবাসা,
সুখে-দুঃখে দেয় মিটিয়ে
মনের সকল আশা।
বাংলা কোনো আঘাত পেলে
কাঁদে কোমল প্রাণ,
জীবন দিয়ে রাখবো সবাই
দেশ ও ভাষার মান।
বিল্লাল মাহমুদ মানিক : বায়ান্নতে ভাষার জন্য
রক্ত দিলাম ঢেলে,
একাত্তরে দেশ পেয়েছি
রক্ত খেলা খেলে।
রক্তরাঙা বাংলা সবার
শ্রেষ্ঠ ভালোবাসা,
সুখে-দুঃখে দেয় মিটিয়ে
মনের সকল আশা।
বাংলা কোনো আঘাত পেলে
কাঁদে কোমল প্রাণ,
জীবন দিয়ে রাখবো সবাই
দেশ ও ভাষার মান।