চেটেপুটে রক্ত খেয়ে রক্তাক্ত স্মৃতি
পলকে পা ছড়িয়ে ঘুমায়।
ঘুমে ঢুলুঢুলু চোখের তখন কি দোষ?
সাফসুতরো দিনেও নসীবের মেলে নি
বেঁচে ওঠার নিশ্চিত খোরপোষ।
শিয়রে উন্মুখ ছিন্নমস্তা যেন সমন,
মু-চ্ছেদের অবশ্য বিধান কর্ণপাতেও
বিস্মৃত কেন মনন?
শোণিতের ভীষণ হোরি খেলা না-পসন্দের জিম্মায়
অতএব এখন সুদূরপরাহত,
ভাবি, ভেবে ভেবে চলি, ভাবনার পরতে পরতে
অসম্ভব এই রক্তপান এখনো করে নি আহত!
যে কবতিায় তুমি নইে
রক্তপান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ