ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

রককে প্রেসিডেন্ট চান ৪৬ শতাংশ মার্কিন

  • আপডেট সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চান, কিছুদিন আগে এমন একটা ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন জনসন। তাঁর ওই ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা। তাঁর জনপ্রিয়তা যাচাইয়ে মার্কিন একটি প্রতিষ্ঠান জরিপ করে। সেখানে ৩০ হাজার মার্কিন অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ডোয়াইন জনসনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।
মার্কিনদের এমন অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত ডোয়াইন জনসন। তাঁর মতে, এটি পরম সম্মানীয়। তিনি বলেন, ‘আমি হৃদয় দিয়ে দেশকে ভালোবাসি। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর জন্য আমি কৃতজ্ঞ।’
ডোয়াইন জনসন জানান, তিনি রাজনীতিবিদ নন। এমনকি রাজনীতি নিয়ে তাঁর প্রবল আগ্রহও নেই। আসল কথা কি, রাজনীতি করতে যে ধৈর্য লাগে, তা-ও আছে কি না সন্দেহ এই কুস্তিগির কাম অভিনেতার। ৪৬ শতাংশ মানুষ তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চান। এই সম্মানও-বা কম কী! তাঁর মতে, এবার তো এদিকে একটু চোখ ফেরাতেই হয়। জনসন বলেন, ‘এরা তো আমাকে বিনীত ও শ্রদ্ধার সঙ্গে উঠে দাঁড়াতে, শুনতে ও শিখতে বাধ্য করছে।’
এই জরিপের ফল নিয়ে এর আগেও এক টুইট বার্তায় জনসন বলেছিলেন, তাঁর ক্লাবে ট্রাকচালক থেকে শুরু করে মদ্যপান করা মানুষও আছেন। তারপরও যদি কখনো জনগণের সেবা করার সুযোগ আসে, তবে সেটা তাঁর জন্য হবে অনেক সম্মানের। হতে চেয়েছিলেন ফুটবলার। ভাগ্য তাঁকে কুস্তির মঞ্চে টেনে নিল। এখন রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রককে প্রেসিডেন্ট চান ৪৬ শতাংশ মার্কিন

আপডেট সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে চান, কিছুদিন আগে এমন একটা ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন জনসন। তাঁর ওই ঘোষণার পর শুরু হয় নানা আলোচনা। তাঁর জনপ্রিয়তা যাচাইয়ে মার্কিন একটি প্রতিষ্ঠান জরিপ করে। সেখানে ৩০ হাজার মার্কিন অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ডোয়াইন জনসনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।
মার্কিনদের এমন অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত ডোয়াইন জনসন। তাঁর মতে, এটি পরম সম্মানীয়। তিনি বলেন, ‘আমি হৃদয় দিয়ে দেশকে ভালোবাসি। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর জন্য আমি কৃতজ্ঞ।’
ডোয়াইন জনসন জানান, তিনি রাজনীতিবিদ নন। এমনকি রাজনীতি নিয়ে তাঁর প্রবল আগ্রহও নেই। আসল কথা কি, রাজনীতি করতে যে ধৈর্য লাগে, তা-ও আছে কি না সন্দেহ এই কুস্তিগির কাম অভিনেতার। ৪৬ শতাংশ মানুষ তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চান। এই সম্মানও-বা কম কী! তাঁর মতে, এবার তো এদিকে একটু চোখ ফেরাতেই হয়। জনসন বলেন, ‘এরা তো আমাকে বিনীত ও শ্রদ্ধার সঙ্গে উঠে দাঁড়াতে, শুনতে ও শিখতে বাধ্য করছে।’
এই জরিপের ফল নিয়ে এর আগেও এক টুইট বার্তায় জনসন বলেছিলেন, তাঁর ক্লাবে ট্রাকচালক থেকে শুরু করে মদ্যপান করা মানুষও আছেন। তারপরও যদি কখনো জনগণের সেবা করার সুযোগ আসে, তবে সেটা তাঁর জন্য হবে অনেক সম্মানের। হতে চেয়েছিলেন ফুটবলার। ভাগ্য তাঁকে কুস্তির মঞ্চে টেনে নিল। এখন রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।