ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

রংপুরে ১২ মামলায় গ্রেপ্তার ১৫০

  • আপডেট সময় : ০১:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

রংপুর সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ১২টি মামলায় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন। এই নিয়ে গত ৮ দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোন্তাছির বিল্লা জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা তাজহাট থানা ও পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ, নগরীর কুকরুল এলাকার জামায়াতের সমন্বয়ক সাখাওয়াত হোসেন, হরিজন সম্প্রদায়ের নেতা সঞ্জয় বাসফোরসহ ১৫ জন। অপরদিকে রংপুর জেলা পুলিশ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে চারজন বিএনপির ও একজন জামায়াত নেতা রয়েছে। এদিকে কারফিউ শিথিল করায় নগরীর বিপনী বিতানসহ বিভিন্ন মার্কেট শুক্রবারও খোলা রয়েছে। ব্যবসায়ীরা জানান, টানা আন্দোলনের লোকসান পুষিয়ে নিতে মার্কেটগুলো খোলা রাখা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা টহল অব্যাহত রয়েছে।
নগরীর শালবন এলাকার গৃহবধু সম্পা হোসেন জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রংপুর শান্তিপূর্ণ নগরী। এখানে অহিংস ঘটনা ঘটবে আমরা কখনো ভাবি নাই। আমরা শান্তিতে বসবাস করতে চাই। ব্যবসায়ী সরোয়ার হোসেন জানান, গত কয়েকদিনের আন্দোলন ও কারফুর কারণে দোকান বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। আশা করি এই শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক

রংপুরে ১২ মামলায় গ্রেপ্তার ১৫০

আপডেট সময় : ০১:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

রংপুর সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ১২টি মামলায় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন। এই নিয়ে গত ৮ দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোন্তাছির বিল্লা জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা তাজহাট থানা ও পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ, নগরীর কুকরুল এলাকার জামায়াতের সমন্বয়ক সাখাওয়াত হোসেন, হরিজন সম্প্রদায়ের নেতা সঞ্জয় বাসফোরসহ ১৫ জন। অপরদিকে রংপুর জেলা পুলিশ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে চারজন বিএনপির ও একজন জামায়াত নেতা রয়েছে। এদিকে কারফিউ শিথিল করায় নগরীর বিপনী বিতানসহ বিভিন্ন মার্কেট শুক্রবারও খোলা রয়েছে। ব্যবসায়ীরা জানান, টানা আন্দোলনের লোকসান পুষিয়ে নিতে মার্কেটগুলো খোলা রাখা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা টহল অব্যাহত রয়েছে।
নগরীর শালবন এলাকার গৃহবধু সম্পা হোসেন জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রংপুর শান্তিপূর্ণ নগরী। এখানে অহিংস ঘটনা ঘটবে আমরা কখনো ভাবি নাই। আমরা শান্তিতে বসবাস করতে চাই। ব্যবসায়ী সরোয়ার হোসেন জানান, গত কয়েকদিনের আন্দোলন ও কারফুর কারণে দোকান বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। আশা করি এই শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে।