মোঃ বিপ্লব মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জগদানান্দপুর গ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণ করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগদানান্দপুর গ্রামের আকমাল হোসেনের ছেলে মানু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ছাত্রীটি কোচিংয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পরবর্তীতে ভিকটিমের মা আদালতে মামলা দায়ের করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ভিকটিমকে উদ্ধার করে এবং ৫ নভেম্বর আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
ভিকটিমের পরিবার জানায়, ৯ নভেম্বর পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং মানুর টিকটক আইডি থেকে ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় রংপুর সাইবার ট্রাইব্যুনালে মানুর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ। মানু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
ভাংনী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘ঘটনাটি অনেক দিন ধরে চলছিল। একটি স্কুলছাত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে ছড়ানো মানবিকতার পরিপন্থী। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।’
এলাকার আরো কয়েকজন স্থানীয়— আবুল, হোসেন, রহমান অভিযোগ করেন, আমাদের গ্রামের মেয়েটির সঙ্গে মানু ও কয়েকজন যুবক অন্যায় করেছে। আমরা চাই, তারা আইনের আওতায় আসুক।’
পিবিআই সূত্রে জানা গেছে, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগের পর ঘটনাস্থলে মানুর পরিবারকে পাওয়া যায়নি।
ভিকটিমের মা-বাবা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। থানার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সানা/এসি/আপ্র/১৩/১১/২০২৫





















