রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বরাতি সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ জানান। নিহতরা হলেন- উপজেলার ইকরচালীর কৃষক ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১২), একই এলাকার মামুন (২৫) ও রবিউল (২৫)। আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা তারাগঞ্জ উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। বরাতি সেতুর কাছে অটোরিকশাটিকে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায়। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মামুন ও রবিউলকে মৃত ঘোষণা করেন। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।