ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

রংপুরের ৫ জনসহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

রংপুরে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া তিন চাকার মাহেন্দ্র। ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এছাড়া কুষ্টিয়া ও ময়মনসিংহে দুইজন করে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে রংপুর নগরী ও পীরগঞ্জের তিন সড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা।

রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেসের সঙ্গে কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার তিন যাত্রী। গুরুতর আহত হন আরও দুজন।

নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শনাক্তকরণের কাজ চলছে। আহতদেরও উদ্ধার করে একই হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রংপুর নগরীর নজিরের হাট এলাকায় সকালে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

এদিকে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী এক বাসে ধাক্কা দেয় আরেকটি বাস। এতে নিহত হয়েছেন একজন। আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানান হাইওয়ে ফাঁড়ির এ কর্মকর্তা।

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত: কুষ্টিয়ার মিরপুরে একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় হতাহতের সবাই সিএনজিচালিত অটোরিকশাযাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। এ সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন ও অপর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর তিন জনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়। ওসি সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া নামক স্থানে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু: ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রংপুরের ৫ জনসহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এছাড়া কুষ্টিয়া ও ময়মনসিংহে দুইজন করে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে রংপুর নগরী ও পীরগঞ্জের তিন সড়কে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা।

রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেসের সঙ্গে কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মাহিন্দ্রার তিন যাত্রী। গুরুতর আহত হন আরও দুজন।

নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শনাক্তকরণের কাজ চলছে। আহতদেরও উদ্ধার করে একই হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রংপুর নগরীর নজিরের হাট এলাকায় সকালে বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

এদিকে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী এক বাসে ধাক্কা দেয় আরেকটি বাস। এতে নিহত হয়েছেন একজন। আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানান হাইওয়ে ফাঁড়ির এ কর্মকর্তা।

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত: কুষ্টিয়ার মিরপুরে একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় হতাহতের সবাই সিএনজিচালিত অটোরিকশাযাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। এ সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন ও অপর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর তিন জনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়। ওসি সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া নামক স্থানে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু: ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে। অটোরিকশাচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।