ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

যৌন হয়রানি রোধে অধস্তন আদালতে কমিটি করার নির্দেশ

  • আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানি ঠেকাতে এ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান এবং সুপারিশ প্রদানে দেশের অধস্তন সব আদালতে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
গতকাল বুধবার সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের যৌন হয়রানি সংক্রান্ত প্রতিরোধ কমিটি। সুপ্রিম কোর্টের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন আদালতগুলোকে হাই কোর্ট বিভাগের ২০০৯ সালের রায়ের আলোকে কমিটি করে ১৫ কার্যদিবসের মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটিসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছিল হাই কোর্ট।
২০০৯ সালে হাই কোর্টের ওই নির্দেশনায় যৌন হয়রানির ঘটনা ঘটলে বিদ্যমান আইনে এবং প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিত করার কথা বলা আছে। এছাড়া কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব-যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সচেতনতা বৃদ্ধি, কমিটি গঠন ও আইন প্রয়োগের বিষয়টি শিক্ষার্থীদের জানাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও নির্দেশনা ছিল উচ্চ আদালতের। আরও বলা হয়, যৌন হয়রানি প্রতিরোধে যতদিন একটি পৃথক ও পূর্ণাঙ্গ আইন গ্রহণ না করা হয় ততদিন পর্যন্ত গণপরিসরে এবং ব্যক্তিগত পর্যায়ের সমস্ত কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যৌন হয়রানি রোধে অধস্তন আদালতে কমিটি করার নির্দেশ

আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানি ঠেকাতে এ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান এবং সুপারিশ প্রদানে দেশের অধস্তন সব আদালতে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
গতকাল বুধবার সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের যৌন হয়রানি সংক্রান্ত প্রতিরোধ কমিটি। সুপ্রিম কোর্টের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন আদালতগুলোকে হাই কোর্ট বিভাগের ২০০৯ সালের রায়ের আলোকে কমিটি করে ১৫ কার্যদিবসের মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটিসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছিল হাই কোর্ট।
২০০৯ সালে হাই কোর্টের ওই নির্দেশনায় যৌন হয়রানির ঘটনা ঘটলে বিদ্যমান আইনে এবং প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিত করার কথা বলা আছে। এছাড়া কর্মক্ষেত্র এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব-যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সচেতনতা বৃদ্ধি, কমিটি গঠন ও আইন প্রয়োগের বিষয়টি শিক্ষার্থীদের জানাতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও নির্দেশনা ছিল উচ্চ আদালতের। আরও বলা হয়, যৌন হয়রানি প্রতিরোধে যতদিন একটি পৃথক ও পূর্ণাঙ্গ আইন গ্রহণ না করা হয় ততদিন পর্যন্ত গণপরিসরে এবং ব্যক্তিগত পর্যায়ের সমস্ত কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।