আন্তর্জাতিক ডেস্ক : যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আজারবাইজান ও তুরস্ক। আজারবাইজানের নাখচিভান অঞ্চলে গত ৫ অক্টোবর থেকে এই মহড়া শুরু হয়। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মহড়ায় সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। তবে এই মহড়ায় কতজন সেনা অংশ নিচ্ছে এবং কী ধরনের সরঞ্জাম ব্যবহার হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলে।
আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধেও আজারবাইজানকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক।
যৌথ সামরিক মহড়া আজারবাইজান ও তুরস্কের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ