বিদেশের খবর ডেস্ক : মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলারুশের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বেলারুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের সামরিক সংস্থাগুলো বাহিনীর আঞ্চলিক গ্রুপিং ব্যবহারে সিদ্ধান্ত নেওয়ার প্রশিক্ষণ দেবে। গত অক্টোবরে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো দুই দেশের সৈন্যদের একটি আঞ্চলিক গোষ্ঠী গঠনের প্রচেষ্টা শুরু করার ঘোষণা করেছিলেন। যার মূল অংশটি বেলারুশিয়ান সেনাদের নিয়ে গঠিত। বেলারুশের সঙ্গে ইউক্রেনের এক হাজার ৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত ওই অংশ থেকে মস্কো নতুন করে আক্রমণ শুরু করতে পারে এমন আশঙ্কার মধ্যে এই ঘোষণা আসে।
এদিকে নতুন যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে বেলারুশ সীমান্তের কাছে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
কেশা নামে পরিচয় দেওয়া একজন ইউক্রেনীয় সৈন্য আল জাজিরাকে বলেছেন, সৈন্যরা যুদ্ধের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’।
তিনি বলেছেন, ‘আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। আমরা অপেক্ষা করছি। যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করা হবে। ’
যৌথ সামরিক প্রশিক্ষণ শুরু করেছে রাশিয়া-বেলারুশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ