ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

‘যোহো’ ব্র্যান্ডের পরিবেশক স্মার্ট টেকনোলজিস

  • আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও ক্লাউডনির্ভর অত্যাধুনিক ইমেইল সেবা দেওয়ার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও সার্ভিসেস কোম্পানি যোহোর সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অনলাইন চুক্তি সই অনুষ্ঠানে বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন স্মার্ট টেকনোলজিসের হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন এবং যোহো করপোরেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ। এ চুক্তি প্রযুক্তি ব্যবহারকারীদের কর্মপরিবেশে সক্ষমতা বাড়ানোর প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যোহোর ওয়ার্ল্ড ক্লাস স্যাস সার্ভিসগুলো তথ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নিরাপত্তা প্রয়োগের পাশাপাশি, ব্যবহারকারীদের দৈনন্দিন কার্যক্রমে দক্ষতা বাড়াবে, যা মূলত প্রতিষ্ঠানের গ্রাহকদের অধিকতর ও মানসম্পন্ন সেবা দেওয়া সহায়ক হবে। জোহো’র সাথে নতুন এই চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দেশের শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা সবসময়ই আমাদের কাস্টমার এবং পার্টনারদের নিত্যনতুন প্রযুক্তি এবং সল্যুশন সরবরাহ করার চেষ্টা করে থাকি। আমরা চাই, আমাদের দেশের প্রতিটি চ্যানেল পার্টনার যেন যুগের সময়ের সাথে তাল মিলিয়ে ক্লাউডের যুগে প্রবেশ করতে পারে।” যোহো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ এক বিবৃতিতে বলেন, ‘যোহোর ডিজিটাল ওয়ার্কপ্লেস কোনো ধরনের ঝুঁকি ছাড়াই কর্মীদের যুক্ত করার পাশাপাশি নিখুঁত ডাটা প্রসেস করতে সক্ষম হয়। বাংলাদেশ মার্কেটে স্মার্ট টেকনোলজিসের মতো শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে আমাদের ব্যবসায় সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচন হলো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘যোহো’ ব্র্যান্ডের পরিবেশক স্মার্ট টেকনোলজিস

আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও ক্লাউডনির্ভর অত্যাধুনিক ইমেইল সেবা দেওয়ার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও সার্ভিসেস কোম্পানি যোহোর সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অনলাইন চুক্তি সই অনুষ্ঠানে বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন স্মার্ট টেকনোলজিসের হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন এবং যোহো করপোরেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ। এ চুক্তি প্রযুক্তি ব্যবহারকারীদের কর্মপরিবেশে সক্ষমতা বাড়ানোর প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যোহোর ওয়ার্ল্ড ক্লাস স্যাস সার্ভিসগুলো তথ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নিরাপত্তা প্রয়োগের পাশাপাশি, ব্যবহারকারীদের দৈনন্দিন কার্যক্রমে দক্ষতা বাড়াবে, যা মূলত প্রতিষ্ঠানের গ্রাহকদের অধিকতর ও মানসম্পন্ন সেবা দেওয়া সহায়ক হবে। জোহো’র সাথে নতুন এই চুক্তি সম্পর্কে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দেশের শীর্ষস্থানীয় আইসিটি সল্যুশন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা সবসময়ই আমাদের কাস্টমার এবং পার্টনারদের নিত্যনতুন প্রযুক্তি এবং সল্যুশন সরবরাহ করার চেষ্টা করে থাকি। আমরা চাই, আমাদের দেশের প্রতিটি চ্যানেল পার্টনার যেন যুগের সময়ের সাথে তাল মিলিয়ে ক্লাউডের যুগে প্রবেশ করতে পারে।” যোহো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জিবু ম্যাথিউ এক বিবৃতিতে বলেন, ‘যোহোর ডিজিটাল ওয়ার্কপ্লেস কোনো ধরনের ঝুঁকি ছাড়াই কর্মীদের যুক্ত করার পাশাপাশি নিখুঁত ডাটা প্রসেস করতে সক্ষম হয়। বাংলাদেশ মার্কেটে স্মার্ট টেকনোলজিসের মতো শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে আমাদের ব্যবসায় সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচন হলো।’