প্রত্যাশা ডেস্ক : আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আগ্রার তাজমহল দেখতে লাগবে না ফি। এমনটিই জানানো হয়েছে ভারতীয় প্রতœতাত্ত্বিক জরিপ (এএসআই) থেকে। এই ৩ দিনের জন্য স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এএসআই থেকে জানানো হয়েছে, পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের ৩৬৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ৩ দিন তাজমহলের প্রবেশ ফি ছাড় দেওয়া হয়েছে। এই তিন দিন ছাড়াও প্রতি বছর বিশ্ব পর্যটন দিবসেও পর্যটকরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারেন। ভারতীয় প্রতœতাত্ত্বিক জরিপের সুপারিনটেনডিং প্রতœতাত্ত্বিক ডা. রাজকুমার প্যাটেল এ বিষয়ে জানিয়েছেন, ২৭ ও ২৮ ফেব্রুয়ারিতে দর্শনার্থীরা দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। আর ১ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এএসআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ৩ দিন তাজমহলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এমনকি বিনামূল্যে প্রবেশ করার সময় সব পর্যটকদের কোভিড ১৯ প্রোটোকল অনুসরণ করতে হবে।