প্রত্যাশা ডেস্ক: বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে ১৯২৯ সালে গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো শিশুর জন্ম হয়নি। দেশটিতে কোনো হাসপাতাল না থাকায় গুরুতর অসুস্থ ব্যক্তিদেরও চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় অন্য দেশে।
বিশ্বের সর্বাধিক জনবহুল দেশগুলোতে বিভিন্ন পরিবার পরিকল্পনা স্লোগানের প্রভাব দেখা যায়। তবে, এর ঠিক বিপরীত একটি চিত্র এমন একটি দেশে বিদ্যমান যেখানে ৯৬ বছর ধরে কোনো শিশুর জন্ম হয়নি, এমন একটি জায়গা যেখানে এমনকি কোনো হাসপাতালও নেই।
অনেকেই ভাবতে পারেন একবিংশ শতকে এসেও কোন দেশে হাসপাতাল নেই। তবে, এমন একটি দেশের অস্তিত্ব আসলেই রয়েছে, যদিও এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বীকৃত দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি রোমান ক্যাথলিক চার্চের প্রধানের আবাসস্থল।
ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ। এই দেশ সম্পর্কে আশ্চর্যজনক বিষয় হলো, এখানে আজ পর্যন্ত একটিও শিশুর জন্ম হয়নি। দেশটি ১৯২৯ সালের ১১ই ফেব্রুয়ারি গঠিত হয়েছিল, কিন্তু তারপর থেকে সেখানে কোনো শিশুর জন্ম হয়নি।
বিশ্বজুড়ে সমস্ত ক্যাথলিক চার্চ এবং ক্যাথলিক খ্রিস্টানরা একে তাদের মূল হিসাবে বিবেচনা করে। ক্যাথলিক চার্চ, এর যাজক এবং বিশ্বব্যাপী প্রধান ধর্মীয় নেতাদের এই স্থান থেকে তত্ত্বাবধান করা হয়।
দেশটি গঠনের পর থেকে এখানে কোনো হাসপাতাল নির্মিত হয়নি। বহু অনুরোধ সত্ত্বেও, হাসপাতাল কখনোই তৈরি করা হয়নি। ফলে, গুরুতর অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য রোমে যেতে হয়। দেশটি রোমের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই অবস্থা।
ভ্যাটিকান সিটির মধ্যে হাসপাতাল প্রতিষ্ঠা না করার সিদ্ধান্তটি এর সীমিত ভৌগোলিক আকার এবং পার্শ্ববর্তী রোমে উচ্চমানের চিকিৎসা সুবিধার প্রাপ্যতার কারণে হতে পারে। ভ্যাটিকান সিটি মাত্র ১১৮ একর জুড়ে বিস্তৃত, যার ফলে চিকিৎসার প্রয়োজন এমন সমস্ত রোগীদের রোমের ক্লিনিক এবং হাসপাতালে স্থানান্তর করা আবশ্যক হয়ে পড়ে।
এছাড়াও, ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি ওয়ার্ড না থাকায় এর সীমানার মধ্যে সন্তান প্রসব সম্ভব নয়। এই পরিস্থিতিই সম্ভবত ব্যাখ্যা করে কেন ৯৬ বছর ধরে দেশটিতে কোনো জন্মের রেকর্ড নেই।
মাত্র ৮০০-৯০০ জন বাসিন্দা থাকা সত্ত্বেও, যাদের বেশিরভাগই প্রবীণ রোমান ক্যাথলিক যাজক, ভ্যাটিকান সিটিতে অন্যান্য দেশের তুলনায় আশ্চর্যজনকভাবে অপরাধের হার বেশি। এই অসামঞ্জস্যের কারণ হলো লক্ষ লক্ষ বিদেশী পর্যটকদের আগমন, যারা প্রায়শই ব্যক্তিগত অপরাধের শিকার হন। সাধারণ অপরাধগুলোর মধ্যে রয়েছে দোকান থেকে চুরি, পার্স ছিনতাই এবং পকেটমারি।
ভ্যাটিকান সিটিতে বিশ্বের ক্ষুদ্রতম রেলওয়ে স্টেশন রয়েছে। সিট্টা ভ্যাটিকানো (Citta Vaticano) নামের এই স্টেশনে দুটি ট্র্যাক রয়েছে, যার প্রতিটি ৩০০ মিটার দীর্ঘ। পোপ একাদশ পিয়াসের শাসনামলে নির্মিত এই রেললাইন এবং স্টেশনটি একচেটিয়াভাবে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। উল্লেখ্য, ভ্যাটিকান সিটির মধ্যে কোনো নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করে না।
প্রসঙ্গক্রমে, ব্রিটিশ ওভারসিজ টেরিটরি পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জের জনসংখ্যা ৫০ জনেরও কম। ফলে, সেখানে বেশ কয়েক বছর ধরে কোনো জন্মের নিবন্ধন হয়নি।
এই দুটি ছাড়াও অ্যান্টার্কটিকায় আর কারো জন্ম হয়নি। যদিও এটি একটি মহাদেশ, এটি কোনো সার্বভৌম দেশ নয়। তদুপরি, সেখানে জন্ম বিরল, কারণ এলাকাটি মূলত বৈজ্ঞানিক গবেষণার জন্য নির্ধারিত।
সূত্র: মিনিট মিরোর
ওআ/আপ্র/২০/১০/২০২৫