বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালে ভারত প্রথম মিস ইউনিভার্স মুকুট পেয়েছিল। সেবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। এবার ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হারনাজ সান্ধুকে। এ বছর ইসরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের ৭০তম আসর। বিশ্বের সব সুন্দরীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট ওঠে হারনাজের মাথায়। গত বছরের ১২ ডিসেম্বর মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হয়। ২১ বছর বয়সী এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার তিন মাসের মধ্যেই দুঃসংবাদ শোনালেন হারনাজ। ক্রমাগত বেড়ে যাচ্ছে তার শরীরের ওজন। বর্তমানে কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর।
তবে এটি স্বাভাবিক কোনো কারণে নয়। জটিল রোগে আক্রান্ত হয়েছেন মিস ইউনিভার্স হারনাজ। ওই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় অস্বাভাবিকভাবে মুটিয়ে যাচ্ছেন তিনি। তার বয়স মাত্র ২১ বছর চলছে। যার ফলে ব্যাপারটি সিরিয়াসলি টেনশনে হচ্ছে এই মিস ইউনিভার্সের। এদিকে ওজন বাড়ার কারণে তাকে ভক্তদের বিদ্রুপ সইতে হচ্ছে। আর এ বিষয়ে মুখ খুলেছেন হারনাজ নিজে। জবাব দিয়েছেন বিদ্রুপের। হারনাজ জানান, তিনি সিলিয়াক রোগে আক্রান্ত। সেই কারণে তার ওজন বাড়ছে। কী এই রোগ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লু-টেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে এই রোগ নিয়ে চিকিৎসকের পরামর্শ নিবেন তিনি। তবে কে কি এই সুন্দরীর পেছনে বলল তা নিয়ে মোটেও চিন্থত নন তিনি।
যে জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ