ক্রীড়া ডেস্ক : এমনিতেই রাইলি রুশো আর কুইন্টন ডি কক বাংলাদেশের বোলারদের সাধারণ মানে নামিয়ে চার-ছক্কায় মাঠ মাতিয়েছেন। তারওপর হঠাৎ টাইগারদের ওপর নেমে এলো ৫ রানের পেনাল্টির খড়গ। দক্ষিণ আফ্রিকান ইনিংসের ১১ নম্বর ওভারের ঘটনা। ওই ওভারে প্রথম বোলিংয়ে এসে ৬ নম্বর বলটি নো করে বসলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের সেই নো-বলের ফ্রি হিটেই ভুল করে ফেললেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। নিয়ম হলো, ফ্রি হিটের সময় ফিল্ডাররা কেউ নড়াচড়া করতে পারবেন না। মানে নো-বলের সময় ফিল্ডারদের পজিশন যেমন ছিল, তেমনি থাকতে হবে। কাউকে এক ইঞ্চি সরানো যাবে না। কিন্তু টাইগার কিপার সোহান ভুল করে অধিনায়ক সাকিব বোলিং করার ঠিক আগেই উইকেটের গা ঘেষে না দাঁড়িয়ে দুই পা পিছিয়ে গেলেন। এবং একদম উইকেট সোজা না গিয়ে অফস্টাম্পের ফুট দেড়েক বাইরে গিয়ে অবস্থান নিলেন। লেগ আম্পায়ার ব্যাপারটা লক্ষ্য করেন। তাই ওভার শেষে মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুই আম্পায়ার রড টাকার ও ল্যাংটন রাজার নিজেদের মধ্যে কথা বলে ৫ রান পেনাল্টির শাস্তি দেন বাংলাদেশ দলকে।